সাম্প্রতিক সাধারণ জ্ঞান নভেম্বর ২০২১ - Recent General Knowledge November 2021
◾ অক্টোবর আপডেট:
🔘 ২৬ তম জলবায়ু সম্মেলন (COP-26) কবে,কোথায়?
▪️৩১অক্টোবর -১২নভেম্বর,২০২১
▪️গ্লাসগো, স্কটলান্ড।
🔘১৬ তম G20 সম্মেলন অনুষ্ঠিত হয় কবে,কোথায়?
▪️৩০-৩১ অক্টোবর ২০২১
▪️রোম, ইতালি।
🔘৩৮ ও ৩৯ ASEAN সম্মেলন অনুষ্ঠিত হয় কবে,কোথায়?
▪️২৬-২৮ অক্টোবর, ২০২১
▪️বন্দর সেরি বেগাওয়ান,ব্রুনাই।
# ২৫ তম 'World Congress on Information Technology' (WCIT) সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায়।
তারিখ : ১১-১৪ নভেম্বর, ২০২১
# করোনা প্রতিরোধে প্রথম ট্যাবলেট 'মলনুপিরাভির'; প্রস্তুতকারক - মার্কিন কোম্পানি 'মার্ক'
# অভ্যুত্থান ইস্যুতে আফ্রিকান ইউনিয়ন থেকে বহিষ্কৃত হয়েছে সুদান (২৭ অক্টোবর)।
# ফেসবুকের নাম পরিবর্তন, নতুন নাম দেয়া হয়েছে ''মেটা''
# মানবসভ্যতার সবচেয়ে বড় স্বাস্থ্য সংকট হিসেবে ‘জলবায়ু পরিবর্তন’ কে চিহ্নিত করেছে WHO.
# ২০২২ সালের কমনওয়েলথ ফিন্যান্স মিনিস্টার্স মিটিংয়ের (CFMM) সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল।
# অসমাপ্ত আত্মজীবনী'র মারাঠি ভাষায় অনুবাদক অপর্ণা ভেলনকার; নাম- অপূর্ণ আত্মকথা
# দেশের বজ্রপাতপ্রবণ ২৩ জেলায় নির্মিত হবে 'Lighter Arrester' ও বজ্রপাত নিরোধক শেল্টার।
# বিশ্ব ক্ষুধা সূচকে (Global Hunger Index - GHI) ১১৬ দেশের মধ্যে বাংলাদেশ ৭৬ তম
# বৈশ্বিক আইনের শাসন সূচকে ১৩৯ দেশের মধ্যে বাংলাদেশ ১২৪ তম; শীর্ষে ডেনমার্ক।
# ৩৮ তম আসিয়ান শীর্ষ সম্মেলন ২৬-২৮ অক্টোবর,২০২১ অনুষ্ঠিত হবে ব্রুনাইয়ে।
# চীনের ইতিহাসে প্রথম নারী নভোচারী ওয়াং ইয়াপিং।
# বর্তমানে দেশের প্রায় ৯৯% মানুষ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও নিরাপদ পানি ব্যবহার করে।
# সীমান্ত সমস্যা সমাধানে 'Three-Step Roadmap' সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চীন ও ভূটান (১৪ অক্টোবর)।
# মহাকাশে শ্যুটিং করা প্রথম সিনেমা রাশিয়ার 'The Challenge' (অভিনেত্রী - ইউলিয়া পেরেসিল্ড ; প্রযোজক - ক্লিম শিপেঙ্কো)।
# ৪-৮ নভেম্বর, ২০২১ বাংলাদেশের অর্থনীতি নিয়ে 'Rise of Bengal Tiger' নামে রোডশো হবে যুক্তরাজ্যের লন্ডন ও বার্মিংহাম শহরে।
# ৬ ডিসেম্বর, ২০২১ বাংলাদেশ ও ভারত যৌথভাবে ১৮টি দেশে 'মৈত্রী দিবস' পালন করবে।
# ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক 'শাখারভ পুরস্কার' পেয়েছেন অ্যালেক্সেই নাভালনি।
# 'বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ু দূষণের জন্য মৃত্যুবরণ করে'
- WHO
# জার্মানিতে ২৬তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে অমিতাভ রেজা পরিচালিত 'Rickshaw Girl'
# ১ম Middle-East Green Initiative (MGI) Summit হবে সৌদি আরবের রিয়াদে ২৫ অক্টোবর
# কলকাতা প্রেস ক্লাবে স্থাপিত হয়েছে "বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র" (Bangabandhu Media Centre)
উদ্বোধন - ২৮ অক্টোবর
# পূর্ব আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুণ্থান সংঘটিত হয়েছে (২৫ অক্টোবর)।
# ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
# ২০২৬ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি প্রার্থী হয়েছে বাংলাদেশ।
# ২৬ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রুয়ান্ডার রাজধানী কিগালিতে।
# ৩ বছর পর পুনরায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিরেছে যুক্তরাষ্ট্র (১৪ অক্টোবর)
# চীনের ইতিহাসে প্রথম নারী নভোচারী ওয়াং ইয়াপিং।
# ৩৮ তম আসিয়ান শীর্ষ সম্মেলন ২৬-২৮ অক্টোবর,২০২১ অনুষ্ঠিত হবে ব্রুনাইয়ে।
# নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ৮ম শিরোপা জিতেছে ভারত (আয়োজক - মালদ্বীপ)
# লাসিথ মালিঙ্গাকে টপকে টি-২০ তে সর্বোচ্চ উইকেট (১০৮*) শিকারী সাকিব আল হাসান।
# দুর্নীতির অভিযোগে “সেবাস্তিয়ান কুর্জ” পদত্যাগ করার পর
# অস্ট্রিয়ার নতুন চ্যান্সেলর হলেন : “আলেকজান্ডার শ্যালেনবার্গ”।
# সপ্তম টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সময়কাল কত?
উত্তর: ১৭ অক্টোবর-১৪ নভেম্বর, ২০২১।
# ৭ম টি-২০ বিশ্বকাপে মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? উত্তর: ৪৫টি।
# ৭ম টি-২০ বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? উত্তর: ১৬টি।
# টি-২০ বিশ্বকাপে কোন দলটি একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে?
উত্তর: ওয়েস্টইন্ডিজ (২ বার)।
# টি-২০ বিশ্বকাপে একমাত্র হ্যাটট্রিককারী বোলার কে?
উত্তর: ব্রেট লি, অস্ট্রেলিয়া।
# ২০০৭ সালে কোন দলের বিপক্ষে ব্রেট লি হ্যাটট্রিক করেন?
উত্তর: বাংলাদেশ।
# ১ম বোলার হিসেবে টি-২০ বিশ্বকাপে ডাবল হ্যাটট্রিক করেছে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার
# ভৌগোলিক নির্দেশক (Geographical Indicator - GI) পণ্যের স্বীকৃতি পেতে যাচ্ছে ফজলি আম ও বাগদা চিংড়ি। ফলে মোট জিআই পণ্য হবে ১১ টি।
# কুমিল্লায় বিভাগের নাম হবে মেঘনা এবং ফরিদপুর এলাকায় বিভাগ হবে পদ্মা নামে: প্রধানমন্ত্রী
# বিশ্বের ৭ম দেশ হিসেবে মহাকাশে সফলভাবে 'নুরি' নামক রকেট পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া
1. How many corona vaccines are being administered in Bangladesh at present?
Ans: 4
2. Which article of the constitution speaks of ensuring the participation of women in all spheres of national life?
Ans: Article 10
3. Who has become the first woman in the country to command a passing out parade?
Ans: Trainee ASP Eliza Sharmeen
4. Which architect of Bangladesh has received the most international awards and honors?
Ans: Fazlur Rahman Khan
5. The parliament of Brunei is _____
Ans: Legislative Council
6. What's the name of Van Gogh's recently unveiled drawings?
Ans: 'Worn Out'
7. A computer manual of the Apple II signed by Steve Jobs was sold for _______
Ans: USD 8 lac.
8. What is the name of largest known triceratops dinosaur’s skeleton which will be up for auction on 21 October 2021?
Ans: Big John
9. In which winter sport are the terms "stale fish" and "mule kick" used?
Ans: Snowboarding
Tags
General Knowledge