প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার (সাধারণ) পদের প্রশ্ন সমাধান ২০২১ - Probashi Kallyan Bank Senior Officer Question Solution 2021
আপনি কি সিনিয়র অফিসার জেনারেল পদের জন্য PKB প্রশ্ন সমাধান 2021 খুঁজছেন? তাহলে আপনি Probashi Kallyan Bank এর PKB পরীক্ষার প্রশ্ন সমাধান 2021 পেতে সঠিক জায়গায় আছেন। PKB সিনিয়র অফিসার পরীক্ষা October অক্টোবর ২০২১ সালে বাংলাদেশের Dhakaাকা বিভাগে অনুষ্ঠিত হয়েছিল। প্রায় 50 কে+ প্রার্থী প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার পদে আবেদন করেছিলেন। এবং তারা PKB তারিখ অনুসারে 09-10-2021 পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এখন অংশগ্রহণকারীরা PKB সিনিয়র অফিসার পদের জন্য প্রশ্নের সমাধান খুঁজছেন। যদি তারা তাদের প্রশ্নের সঠিক সমাধান পায় তবে তারা প্রাপ্ত নম্বরগুলি গণনা করতে পারে।
PKB প্রার্থীদের জন্য প্রশ্নের সমাধান খুবই গুরুত্বপূর্ণ। বিপুল প্রার্থীরা এমসিকিউ পরীক্ষার জন্য সঠিক সমাধানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
১. Which of these malicious programs collects information about users and sends the data to a remote user?
উত্তরঃ Spyware
২. What is the maximum data transfer speed offered by Bluetooth 4.0?.
উত্তরঃ 24 Mbps
৩. Ctrl. Shift and Alt. are called——-.
উত্তরঃ Modifier
৪. Microsoft Office is an example of a ——–.
উত্তরঃ Horizontal market software
৫. ——— are attempts by individuals to obtain confidential information from you by falsifying their identity.
উত্তরঃ Phishing scams
৬. What is the probability of impossible events?
উত্তরঃ 0
৭. The expression x+3 is——–.
উত্তরঃ one variable
৮. In a certain class consisting of 36 students, some boys and some girls, exactly 1/3 of the boys and exactly1/4 of the girls walk to school. What is the greatest possible number of students in this class who walk to school?
উত্তরঃ 11
৯. A fair coin is flipped three times. What is the probability that coin lands head each time?
উত্তরঃ1/8
১০. Which of the following software applications would be the most appropriate for performing numerical and statistical calculations?
উত্তরঃ Spread Sheet
১১. Find the correctly spelt word.
উত্তরঃ Adulation
১২. To “call it a day” means—–.
উত্তরঃ to quit
১৩. If you are “up tight”, you are——-.
উত্তরঃ worried
১৪. 2√3 +√3=
উত্তরঃ 3√3
১৫. The solution of equation x-2y=4 is:
উত্তরঃ (4,0)
১৬. In triangle ABC, if AB=BC and <B=70°, <A will be?
উত্তরঃ 55°
১৭. A boat sailing against a stream of river takes 6 hours to travel 24 kms, while sailing with the stream it takes 4 hours to travel the same distance. What is the speed of the stream?
উত্তরঃ 1 km/hr
১৮. The hypotenuse of a right triangle is 2 centimeters more than the longer side of the triangle. The shorter side of the triangle is 7 centimeters less than the longer side. Find the length of the hypotenuse.
উত্তরঃ 17 cm
১৯. ——-are used to identify a user who returns to a Website.
উত্তরঃ cookies
২০. RSA is-
উত্তরঃ Asymmetric cryptosystem
২১. A communication processor that connects dissimilar networks by providing the translation from one set of protocols to another is—উত্তরঃ Gateway
২২. If in a computer, 16 bits are used to specify address is a RAM, the number of address will be———-উত্তরঃ 65,536
২৩. A sum of money amounts to TK.9800 after 5 years and TK.12005 after 8 years at the same rate of simple interest. The rate of interest per annum is: উত্তরঃ 12%
২৪. The price of raw materials has gone up by 15% labor cost has also increased from 25% of the cost raw material to30% of the cost of raw material. By how much percentage should there be reduction in the usage of raw materials so as to keep the cost same? উত্তরঃ 17%
২৫. The number of students in 3 classes is in the ratio 2 : 3 : 4. If 12 students are increased in each class this ratio changes to 8 : 11 : 14. The total number of students in the three classes in the beginning was- উত্তরঃ 162
২৬. Two buses start from a bus terminal with a speed of 20 km/h at interval of 10minutes.what is the speed of a man coming from the opposite direction towards the bus terminal if he meets the buses at interval of 8 minutes? উত্তরঃ 5 km/h
২৭. বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? উত্তরঃ ব্রজবুলি
২৮. সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? উত্তরঃ সহচর + য
২৯. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি- উত্তরঃ অনুবাদ নাটক
৩০. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? উত্তরঃ বন্ + ধন্
৩১. Which country is called the “land of palms”? উত্তরঃ Brazil
৩২. Anti-money Laundering Aet was enacted in Bangladesh in …….উত্তরঃ 2012
৩৩. Which is the largest producer of diamonds in the world——উত্তরঃ Australia
৩৪. Who is the founder of Wikipedia? উত্তরঃ Jimmy Wales
৩৫. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? উত্তরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ
৩৬. বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কী বলে? উত্তরঃ কারক
৩৭. ‘নীল-দর্পণ’ নাটকটির বিষয়বস্তু কি? উত্তরঃ নীলকরদের অত্যাচার
৩৮. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? উত্তরঃ ১১ টি
৩৯. What is the name of the Parliament of Japan? উত্তরঃ Diet
৪০. How many gas fields are in Bangladesh at present? উত্তরঃ 29
৪১. Which Bangladesh is the co-founder of YouTube? উত্তরঃ Jawed Karim
৪২. Bangabandhu Film City is located in———–. উত্তরঃ Gazipur
Explanation with English Solution:
11. Find the correctly spelt word.
a) Adulation
b) Adiation
c) Aduletion
d) Addulation
উত্তর: a) Adulation
ব্যাখ্যা: সঠিক বানানযুক্ত শব্দ হলো Adulation যার অর্থ অতিপ্রশংসা; তোষামোদে।
12. ’’To call it a day" means.............
a) to quit
b) it becomes evening
c) to say good morning
d) to start
উত্তর: a) to quit
ব্যাখ্যা : To call it a day অর্থ নিবৃত্ত করা বা ক্ষান্ত হওয়া । ফ্রেজটির অর্থ
প্রকাশ পায় to quit দ্বারা।
51. If you "see eye to eye" with someone,you...........them
a) oppose
b) encourage
c) agree with
d) compete
উত্তর : c) agree with
ব্যাখ্যা : see eye to eye অর্থ কারো সাথে একমত হওয়া। তাই ফ্রেজটির অর্থ প্রকাশ পায় agree with দ্বারা।
52. If it takes a " month of Sundays", it ......
a) happens quickly
b) won't happen
c) feels like a long time
d) happens frequently
উত্তর : c) feels like a long time
ব্যাখ্যা: a month of Sundays অর্থ দীর্ঘ সময় নেওয়া।
53. The study of the situation covers a great deal of relevant material, but doesn't tackle the real issues.......... enough.
a) disturbingly
b) outrageously
c) vaguely
d) adequately
উত্তর : d) adequately
54. In a child, curiosity normally suggests intelligence and is welcomed ; but an............. adult is best avoided.
a) inquisitive
b) indulgent
c) indecisive
d) impartial
উত্তর : a) inquisitive
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটিকে অর্থপূর্ণ করার জন্য inquisitive (সন্ধানী) বসাতে হবে।
63. He devised an......... scheme whereby the rate of unemployment in the country could be brought down sharply.
a) irrelevant
b) unstable
c) ingenious
d) unfamed
উত্তর : c) ingenious
ব্যাখ্যা: পরের অংশ পড়লে বোঝা যায় যে দেশের বেকারত্ব হারকে ব্যাপকভাবে কমাতে পারত । অর্থাৎ প্রকল্প টি যথেষ্ট ভালো এবং পজেটিভ । অপশনগুলোতে একটি মাত্র পজেটিভ শব্দ আছে সেটি হলো ingenious (চতুর, প্রতিভাশালী)।
64. .............................who enjoys jazz music will enjoy this festival, tickets for which can be bought at.......................good music shop.
a) Anybody/ every
b) Anyone/ several
c) Everybody/ all
d) Somebody/ both
উত্তর : a) Anybody/ every
65. The police officers.........................the suspicious killing of a diplomat before a renowned business man .................. a couple of days ago.
a) had been investigating/was killed
b) were investigating/ had been killed
c) have been investigating/ was killed
d) were investigated/killed
উত্তর : a) had been investigating/was killed
66. Because I am repeatedly leaving things behind, my mother always tells me that I..........that I .........all my belongings in my bag before leaving the sports centre.
a) have to check/ had had
b) cheeked /had
c) check/ should have
d) must check/ have
উত্তর : d) must check/ have
ব্যাখ্যা: আমি বারবার ভুলে জিনিস রেখে চলে যাওয়ার কারণে মা আমাকে বলে যে ক্রিয়ার সেন্টার ত্যাগ করার পূর্বে আমাকে অবশ্যই আমার জিনিসপত্র আমার ব্যাগে আছে কিনা তা চেক করতে হবে।
79. ................................ a little bit of history, it was thought to be impossible in any computer system..............................a window with a functioning channel.
a) To have been given/ to have
b) Giving / having
c) To give / to have
d) Given / having
উত্তর : d) Given / having
ব্যাখ্যা: Preposition হিসেবে given অর্থ বিবেচনা করে বা আলোকে।
80. In the 1930s, physicist devised machines for .................. subatomic particles by electromagnetic forces and making them.......... faster and faster.
a) pushing/going
b) have pushed/to go
c) pushing/go
d) being pushed/go
উত্তর : c) pushing/go
ব্যাখ্যা: Preposition for এর পর verb + ing ব্যবহৃত হয় আর make somebody এর পর bare infinitive ব্যবহৃত হয়।
81. Special heat sensors on the front of the rattlesnake’s head enable it.....................to detect the presence of prey in the dark...................to strike it's victim accurately.
a) in addition/due
b) not only/but also
c) whether/ or
d) either/or
উত্তর : b) not only/but also
ব্যাখ্যা: একটি নয় অন্যটিও করে এমন বোঝাতে not only...............but also ব্যবহৃ হয়।
82. .............................the computerized Dutch auction system, the flower industry gets flowers into our homes when they are still...............................their best .
a) Under/at
b) At/in
c) From/with
d) Within/for
উত্তর : a) Under/at
ব্যাখ্যা: কোনো কিছু অধীনে বোঝাতে Under ব্যবহৃত হয়। আর at one's best অর্থ হলো নিজের সর্বোচ্চটা দিয়ে।
83. Up to the present time , oceanographers..........................lots of sea floor mountains they...........................existed.
a) were finding/ don't know
b) have found/ haven't known
c) are finding/didn't know
d) will find/ wouldn't know
উত্তর : b) have found/ haven't known
ব্যাখ্যা: বাক্যে Up to the present time থাকাতে বাক্যটি present perfect tense এ হবে।
84. Julius Ceasar..................................a great historian if the making of history................................him the time and the inclination to write it.
a) could have been/ had allowed
b) would be/ allowed
c) had been/ would have allowed
d) would have been / could allow
উত্তর : a) could have been/ had allowed
ব্যাখ্যা: অবাস্তব কডিশন বোঝাতে 3rd conditional ব্যবহৃত হয় আর if clause টি past perfect হয় এবং result clause টির গঠন হয় sub + would/ could+ have + verb এর pp তাই সঠিক উত্তর could have been/ had allowed।।
85. The experts are now fully convinced that the animal two old woman ......................at the pack ........................a puma.
a) had seen/ is
b) saw / was
c) saw/ had been
d) have seen/ were
উত্তর : b) saw / was
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটি মিশ্র কালের ব্যবহারের নিয়ম। অতীত কাল আর that clause এর sub অনুসারে সঠিক উত্তর saw / was।
91. A colleague of......................... has lent us...................... holiday cottage for a week.
a) him/her
b) mine/his
c) theirs/its
d) your/them
উত্তর : b) mine/his
ব্যাখ্যা: of এর পর একটি মাত্র শব্দ থাকলে সেটা double possessive form (mine, his/ hers/theirs) ব্যবহৃত হয় আর নাউনের পূর্বে possessive adjective (his/her/ their) ব্যবহৃত হয়।
92. You had better complain to the manager if you think you ...........an unfair proportion of the work.
a) would be given
b) have been given
c) had given
d) would have given
উত্তর : b) have been given
ব্যাখ্যা: কোনো কাজ শেষ হয়েছে কিন্তু এর ফল শেষ হয়নি এমন বোঝাতে present perfect tense এ ব্যবহৃত হয়। আর কাজটি অন্য কারো দ্বারা দেওয়া বোঝানোর কারণে বাক্যাংশটি প্যাসিভ ভয়জে হবে। বাক্যটির বাংলা : যদি তুমি মনে কর যে তোমাকে কাজের অনায্য অংশের দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে বরং তুমি ম্যানেন্জারের কাছে অভিযোগ কর।
বাংলা অংশের সমাধান:
২৭. বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? উত্তরঃ ব্রজবুলি
২৮. সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? উত্তরঃ সহচর + য
২৯. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি- উত্তরঃ অনুবাদ নাটক
৩০. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? উত্তরঃ বন্ + ধন্
৩৫. কৃপার শাস্ত্রের অর্থভেদ
৩৬.কারক
৩৭. নীলকরদের অত্যাচার
৩৮. স্বরবর্ণ এগারটি
৪৭.ব্যাধিকরণ বহুব্রীহি
৪৮.ঢাকের বায়া
৪৯.বেহায়াপনা
৫০.ননদ
৫৯.মাইকেল মধুসূদন দত্ত
৬০.রশীদ করিম
৬১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬২. পত্রিকা
পদ: সিনিয়র অফিসার (সাধারণ)
পরীক্ষার সময়: বিকাল 3:30
তারিখ: 9 অক্টোবর 2021
পরীক্ষার্থী: আইবিএ কর্তৃপক্ষ
পরীক্ষার ধরন: MCQ