OCAG Auditor Question Solution 2021 - Comptroller and Auditor General of Bangladesh
বাংলা অংশের সমাধানঃ
১. ‘নিপাতনে সিদ্ধ সন্ধি’ সম্পর্কে কোনটি সঠিক? উত্তর: যে সন্ধি ব্যাকরণের কোন নিয়ম মানে না
২. ‘তিমির হননের কবি’ কে? উত্তর: জীবনানন্দ দাশ
৩. মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: বন্দী শিবির থেকে
৪. ‘মৃতবৎসা’ শব্দটির অর্থ কী? উত্তর: যে নারীর সন্তান হয়ে মারা যায়
৫. আমাদের পুকুরে অনেক মাছ আছে- কোন কারক? উত্তর: অধিকরণ কারক
৬. ‘নেমেসিস’ নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে? উত্তর: পঞ্চাশের মনন্তর
৭. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- কার উক্তি? উত্তর: ভারতচন্দ্র
৮. কোনটি শুদ্ধ বানান? উত্তর: নৈঋত
৯. ‘আট কপালে’ বাগধারার অর্থ কী? উত্তর: হতভাগ্য
১০. ‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি? উত্তর: লবণাক্ত
১১. ‘কৃতবিদ্যা’ শব্দের ব্যাসবাক্য কোনটি? উত্তর: কৃত বিদ্যা যার
১২. একজন শ্রেষ্ঠ “বৈয়াকরণবিদ” কে? উত্তর: পাণিনি
১৩. ‘অর্বাচীন’ এর বিপরীত শব্দ কোনটি? উত্তর: প্রাচীন
১৪. ‘দশচক্রে ভগবানভূত’ প্রবাদের অর্থ কী? উত্তর: দশজনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
১৫. ‘সদ্যোজাত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর: সদ্যঃ + জাত
১৬. বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে- উত্তর: কারক
১৭. ‘মেঘের ধ্বনি’ এর বাক্য সংকোচন- উত্তর: জীমূতমন্দ্র
১৮. ‘চন্দ্রাবত’ হলেন- উত্তর: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি
১৯. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? উত্তর: শেষের কবিতা
২০. কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়? উত্তর: কানাডা
ইংরেজি অংশের সমাধানঃ
২১. Choose the correct sentence: উত্তর: Everyone must do his duty.
২২. They are two brothers, but —— of them were honest. উত্তর: neither
২৩. He divided the money——– the two boys. উত্তরঃ between
২৪. A `bull market’ means that share prices are- উত্তরঃ Rising
২৫. The compound form of `I went there to ask for a help’- উত্তরঃ I went there and asked for a help.
২৬. `Don’t waste your time,’ the boss said the employees. উত্তরঃ The boss forbade the employees not to waste time.
২৭. `Seismology’ is- উত্তরঃ study of earthquakes
২৮. `Love for kind’- is used to mean- উত্তরঃ Philanthropic
২৯. Which one of the following words is masculine? উত্তরঃ Lad
৩০. Whats is the verb form of `Habit’? উত্তরঃ habituate
৩১. The verb of simplification is—উত্তরঃ simplify
৩২. The idiom `put up with’ means—-উত্তরঃ tolerate
৩৩. `Two Cities’ is written by- উত্তরঃ Charles Dickens
৩৪. `গল্পটি পড়তে মজা’ এর ইংরেজি কি? উত্তরঃ The book is pleasant to read.
৩৫. ‘Ambidexter’ means- উত্তরঃ সব্যসাচী
৩৬. `May Allah protect Bangladesh’- উত্তরঃ Optative
৩৭. The word `Sibling’ means- উত্তরঃ a brother or sister
৩৮. I gave up——— cricket when I got a job. উত্তরঃ playing
৩৯. All citizens———–their taxes. উত্তরঃ have to pay
৪০. Which of the following is correct? উত্তরঃ He had received the letter before I met him.
গণিত অংশের সমাধানঃ
৪১. একটি মোটর গাড়ী ১০ লিটার ডিজেলে ৮০ কিলোমিটার যায়। ১০ কিলোমিটার যেতে কী পরিমাণ ডিজেলের প্রয়োজন হবে? উত্তর: কোনটিই নয় (সঠিক উত্তর ১.২৫ লিটার)
৪২. একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ৩ মিটার, উচ্চতা ৪ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? উত্তর: কোনটিই নয় (সঠিক উত্তর ৬ বর্গমিটার)
৪৩. ৪০ হহে ১০০ এর মধ্যেবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? উত্তর: ৬৯
৪৪. কোন সংখ্যার ৩৭অংশ ৪৮ এর সমান? উত্তর: ১১২
৪৫. কোন গ্রামের ১৮২৫অংশ লোক শিক্ষিত। গ্রাশের শতকরা কতজন লোক শিক্ষিত? উত্তর: ৭২%
৪৬. ০.১ X ১/২= কত? উত্তর: ০.০৫
৪৭. ভাজ্য সম্পর্কে নিচের কোনটি সঠিক? উত্তর: ভাজক × ভাগফল + ভাগশেষ
৪৮. xa+a=xb+b হলে x এর মান কত? উত্তর: ab
৪৯. কোন চতুর্ভূজের চারটি কোণ সমকোণ? উত্তর: বর্গ
৫০. ৫৫০কোণের সম্পূরক কোণের পরিমাণ কত হবে? উত্তর: ১২৫ ডিগ্রি
৫১. দুইটি সংখ্যার অনুপাত 2:3। গ.সা.গু. 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? উত্তর: ১২
৫২. ৫০ এর ৬%=কত? উত্তর: ৩
৫৩. দৈর্ঘ্য পরিমাপের C.G.S একক কোনটি? উত্তর: সেন্টিমিটার
৫৪. ৩ জনের বয়সের গড় ৩৫ বছর। তাদের বয়সের সমষ্টি কত? উত্তর: ১০৫ বছর
৫৫. ৩০০ টাকায় ১৫% লাভ হলে কত টাকা লাভ হবে? উত্তর: ৪৫ টাকা
৫৬. চতুর্ভূজের চার কোণের সমষ্টি কত? উত্তর: ৩৬০ ডিগ্রি
৫৭. ৩৪ কি ধরনের ভগ্নাংশ? উত্তর: প্রকৃত ভগ্নাংশ
৫৮. একটি গ্রামের লোকসংখ্যা ৫০০০। ২৫% মহিলা হলে ঐ গ্রামে কতজন মহিলা আছে? উত্তর: ১২৫০ জন
৫৯. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের সমষ্টি কত? উত্তর: ৫০৫০
৬০. x2+x-6 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? উত্তর: (x-2) (x+3)
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৬১. মেট্রোরেল এর অর্থায়নের উৎস? উত্তর: বাংলাদেশ ও জাপান
৬২. আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ছিলেন উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬৩. ‘Montreal Protocol’ হল উত্তর: ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি
৬৪. মেট্রোরেল এর প্রতি ঘন্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবে? উত্তরঃ ৬০ হাজার
৬৫. বাংলাদেশে মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি ছিলেন উত্তর: ইতালির নাগরিক
৬৬. স্বাধীনতা সংগ্রামে একমাত্র নৌ-সেক্টর কোনটি? উত্তর: ১০ নম্বর সেক্টর
৬৭. ”টাইপার হিল” কোথায় অবস্থিত? উত্তর: কাশ্মির
৬৮. বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগদান করেন? উত্তরঃ রাষ্ট্রপতি
৬৯. জাতিসংঘের বর্তমান মহাসচিব? উত্তর: আন্তোনিও গুতেরেস।
৭০. মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম কে যে উপাধি দেওয়া হয়- উত্তর: বীর প্রতীক
৭১. ’ব্ল্যাক সেপ্টেম্বর’ কি? উত্তর: গেরিলা সংস্থা
৭২. LUTHFANSA কি? উত্তর: জার্মানির বিমান সংস্থা
৭৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে? উত্তর: ১২ বছর
৭৪. কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? উত্তর: চীন
৭৫. শেখ রাসের দিবস পালিত হয়- উত্তর: ১৮ অক্টোবর
৭৬. পদ্মা সেতুতে মোট পিলার এর সংখ্যা কত? উত্তর: ৪২ টি
৭৭. পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শুরু হয় কবে? উত্তর: ডিসেম্বর, ২০১৪
৭৮. কোন নেতাকে “আফ্রিকার গান্ধী” বলা হয়? উত্তরঃ কেনে থা কাউন্ডা
৭৯. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? উত্তর: ৯৩ হাজার যুদ্ধ বন্দির বিচার
৮০. UNESCO এর প্রতিষ্ঠাকাল? উত্তর: ৪ নভেম্বর, ১৯৪৬
#লিখিত পরীক্ষা ২০০ মার্ক এর জন্য কিছু পরামর্শঃঃ
:::::::
লিখিত পরীক্ষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এটাই মূলত আপনার আসল পরীক্ষা, যেখানে আপনার দক্ষতা যাচাই করা হয়। এই ধাপে যারা সবচেয়ে ভালো করবে তারাই সোনার হরিণটি পেয়ে যাবে।
এই লিখিত পরীক্ষায় একটু কৌশলী হলেই আপনি ভালো করতে পারেন। আমাদের অনেকের একটা ধারনা যে, ব্যাংকের পরীক্ষায় সবগুলো অংক করে ফোকাস রাইটিং, প্যাসেস, ট্রান্সলেশন চিঠিপএ যাই লিখি না কেন চাকুরী হবে। আসলে বিষয়টি তা না। অংকে ভালো মার্ক আপনাকে অবশ্যই এগিয়ে রাখবে এ কথা বলার অপেক্ষা রাখে না। তবে ফোকাস রাইটিং, প্যাসেস, ট্রান্সলেশন চিঠিপএ এই বিষয়গুলো ভালো করে লিখে অংক ৭ টার মধ্যে ৪ বা ৫ টি পারলেই জব পাওয়ার সম্ভবনা থাকে ৯৫%।
#অংক/গণিত
অংকের জন্য আপনাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। এজন্য প্রয়োজন কিছু বেসিক ও কঠোর অনুশীলন।
এখন কথা হলো বেসিক কি??
বেসিক হলো সেই জিনিস যেটা আপনি ৬ ষষ্ঠ হতে ১০ম শ্রেণী পর্যন্ত পড়ছেন। যারা বেসিক বেসিক করে ইংরেজিতে অংক করা বন্ধ করছেন, তাদের ব্যাংক এক্সামগুলো সমস্যা হবে। মোটামুটি অংক বুঝলে আমার ম্যাথ বইটা ২/৩ বার শেষ করুন। ইনশাআল্লাহ, বেসিকসহ আপনার সকল কঠিন ম্যাথগুলো সমাধান শেষ হয়ে যাবে এবং ব্যাংক এক্সামগুলোর অংক সর্ম্পকে পুরো ধারনা ও কমন পাওয়া যাবে ।
রিসেন্ট ও যাবতীয় Faculty-র এবং অন্যান্য নিয়োগ পরীক্ষার অংক কমন ও ধারণা পেতে
#A Complete Faculty Based Bank Written Math বইটি সংগ্রহ করতে পারেন।
#ফোকাস রাইটিং বাংলা ও ইংরেজিঃঃ
বাংলা ও ইংরেজি ফোকাস রাইটিং এর জন্য আপনাকে একটু কৌশলী হতে হবে। এ জন্য প্রতিদিন দৈনিক বাংলা ও ইংরেজি পএিকা পড়ার সময় বিভিন্ন ডেটা ও গুরুত্বপূর্ণ অনৈতিক রিলেটেড কলাম ও হট টপিক গুলো সংগ্রহ বা খাতায় লিখে রাখতে হবে। প্রতিদিন কমপক্ষে ১ টি টপিক এর টু দ্য পয়েন্ট খাতায় লিখতে হবে।
ফোকাস রাইটিং লেখার সময় টু পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন এবং ডেটা সংযুক্ত করবেন।
কিছু ডেটা যেমন অনৈতিক সমীক্ষা, বাজেট, বিগত ৫ বছরের বাজেট কত, মাথাপিছু আয়, বৈদেশিক মূদ্রার রিজার্ভ, পোশাক শিল্পেের অবদান, এফডিআই, এডিপি ইত্যাদি ডেটাগুলো মূখস্ত রাখতে হবে।
এ জন্য আপনি নিচের বইটি সংগ্রহ রাখতে পারেন।
#Focus Writing & Bank Written Supplement
#চিঠিপএঃঃ
এই অংশে মার্ক তোলা সহজ। সঠিক ফরম্যাটে বিজনেস লেটার, চিঠিপএ, প্রতিবেদন ইত্যাদি লিখতে পারলে ফুল মার্ক পাবেন।এ জন্য আপনি নিচের বইটি সংগ্রহ রাখতে পারেন। সকল ধরনের ফরম্যাট দেওয়া আছে।
#Focus Writing & Bank Written Supplement
::::
#ট্রান্সলেশঃঃ
এই অংশে ভালো করতে হলে ভোকাবুলারি নখদর্পনে রাখতে হবে।
অনৈতিক রিলেটেড বিভিন্ন পেপার কলাম বা বিগত বছরের ট্রান্সলেশন গুলো অনুবাদ করলে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ।
#Translation এ ভালো করার কিছু টিপসঃ
যে কোন পরীক্ষায় একটি উল্লেখযোগ্য মার্ক বরাদ্দ থাকে Translation এ। যেমন ব্যাংকে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি হতে বাংলায় অনুবাদ এর জন্য
৩০-৫০ মার্ক বরাদ্দ থাকে।
Translation ভালো করার জন্য যেসমস্ত গ্রামার প্রয়োজন
1.Tense
2. Subject verb Agreement
3.Right forms of Verb
4.Voice Change
5.Narration
এই grammar গুলো জানা আবশ্যক।
২য়ঃ
ভোকাবুলারি ও বিভিন্ন গ্রুপ ওয়ার্ড, idioms and Phrase জানা আবশ্যক।
যতবেশি ভোকাবুলারি জানা থাকবে ততবেশি অনুবাদ ও ফোকাস রাইটিং ভালো পারবেন।
৩. দুটি ইংরেজি পএিকা পড়বেন।
ডেইলি স্টার ও ফিনানশিয়াল এক্সপ্রেস
কিভাবে অনুশীলন করবেন ঃঃ
যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তারা অর্থনৈতিক রিলেটেড অনুবাদ ও বিগত বছরের অনুবাদ গুলো অনুশীলন করবেন বেশি বেশি। মনে করুন আপনি
নিচের অনুবাদটি পড়ছেন
I) ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা নিরূপণের একটি সূচক হলো নীট সুদ আয়-
=Net interest income is an indicator to measure the real condition of banking sector.
Or
An Indicator of determining the real condition of the banking sector is net interest income .
2. গত পাঁচ বছরে দেশের ব্যাংকিং খাতের সূচকে ধারাবাহিক অবনমন হয়েছে- In the last five years, there has been a continuous downfall in the country's index of banking sector.
.
3) বিশেষজ্ঞরা বলেছেন যে, সুশাসনের অভাব , অদক্ষ ব্যবস্থাপনা , এবং খেলাপী ঋণ বৃদ্ধির কারণে ব্যাংকিং খাতের এই
অবনতি হয়েছে-
=According to the experts, lack of good governance, inefficient management, and increase of default loan are responsible for this deterioration of banking sector.
Or,
Due to/Because of lack of good governance, inefficent managent, and increase of default loan there is a deterioration prevailing in the banking sector.
Or,
According to experts, this determination has occurred in the banking sector for the cause of lacking good governance,weak management and increasing default loan.
.
4) ভালো ব্যবস্হা করতে না পারায় একদিকে ব্যাংকিং খাতের আয় কমছে অন্যদিকে ব্যয় ও বাড়ছে-
=In the absence of good management both income and expense are decreasing and increasing respectively.
Or,
In the absence of proper management the income of banking sector is decreasing as well as the expense is increasing.
.
5) আমাদের দেশের অধিকংশ লোকের সময়জ্ঞান নেই
=Most of the people of our country have no idea about timing.
.
6) বিদেশে কর্মরত লাখ লাখ বাংলাদেশী উদয়াস্ত পরিশ্রম করে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠায়- =Millions of Bangladeshi expatriates send huge amount of foreign currency in the country every year by working hard/hard working.
.
7) আর একটি দুর্বৃত্ত শ্রেণি সেই কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করে-
= Those toiling money are smuggled in abroad by a class of miscreants
😎 সরকারের অধীনে এত এত নজরদারী প্রতিষ্ঠান থাকতেও পাচার হয়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রা-
=Foreign currency is being smuggled even after having so many surveillance organaizations under the government.
.
9)কেন দায়িত্বে এই অবহেলা, এই উদাসীনতা? -
=Why is this negligence and callousness in responsibility?
.
10)দেশকে এগিয়ে নিতে হলে মুদ্রা পাচারের সুড়ঙ্গপথসমূহ অবশ্যই বন্ধ করতে হবে-
=The tunnels of smuggling currency must have to be closed in order to move the country forward.
Or,
All way of laundering money must be stopped to proceed countries development.
===================================
#Word Meaning:
নিরূপণ=Determine
সূচক =Indicator
নীট সুদ আয়=Net interest income
অদক্ষ ব্যবস্থাপনা=Inefficient Management
কষ্টার্জিত=Toiling/Hardworking
নজরদারী=Surveillance
Phrase word:
ভালো ব্যবস্হা করতে না পারায়
=In the absence of good management
নজরদারী প্রতিষ্ঠান
=Surveillance organaizations
মুদ্রা পাচারের সুড়ঙ্গপথসমূহ
=The tunnels of smuggling currency/The channels of capital flight
দুর্বৃত্ত শ্রেণি=Miscreant Group
#Spelling Check:
Surveillance
Miscreant
Inefficient
Toiling