এনএসআই সহকারি পরিচালক পরীক্ষার প্রশ্ন সমাধাণ ২০২১ - NSI AD Question Solution 2021
English Solution with Explanation:
সাধারণ জ্ঞান ও আইসিটি অংশ সমাধানঃ
৬২. In which district the `Tin Bigha Corridor’ is located? উত্তর: Lalmonirhat
৬৩. Which Bangladeshi has been awarded the `Padma Bhushan 2020’ by the government of India? উত্তর: Syed Muazzem Ali
৬৪. According to WEF’s (World Economic Forum) Global Gender Gap Report, what is the ranking of Bangladesh in South Asia? উত্তর: 1st
৬৫. What was the theme for the 6th BRICS Youth summit 2020? উত্তর: “BRICS: Challenges of the Time for young people”
৬৬. Who is the new Secretary General of BIMSTEC? উত্তর: Tenzin Lekphell (Bhutan)
৬৭. Who is the writer of the book named `A Promised Land’? উত্তর: Joe Biden
৬৮. According to the ‘Sustainable Development Goals (SDG) Index 2020’ Bangladesh has been ranked- উত্তর: 109th
৬৯. In the keyboard of a computer processing, F8 key for three times selects? উত্তর: A sentence
৭০. Which was the world’s first electronic computer? উত্তর: ENIAC
৭১. Which word is named as “Word of the Year 2020’ in Cambridge Dictionary? উত্তর: Quarantine
৭২. Which one was the Naval Sector in the liberation war of Bangladesh? উত্তর: 10
৭৩. Which project of Bangladesh is related to the concept of “One City Two Towns”? উত্তর: Karnafuli River Tunnel
৭৪. Dead sea is a ______. উত্তর: Lake
৭৫.” Concurrent two-Factor Identity Verification” is a biometric identification system that would requires _____. উত্তর: facial identity and finger print.
৭৬. Recently HPM record award at UN for ____. উত্তর: SDG
৭৭. Which of the following is not a Scandinavian country? উত্তর: Netherlands
৭৮. Where did Leandro dis Vind draw his farmers from “The Last Supper”? উত্তর: Millan
৭৯. What is the noun of the extent Rover sent by NASA to the man? উত্তর: Perseverance
৮০. Which of the SDG google speaks about women empowerment? উত্তর: SDG 5
নিচে সাম্প্রতিক সাধারণ জ্ঞান দেয়া হলঃ
১) জাতিসংঘের সদরদপ্তরের বাগানে স্থাপিত হয়েছ--
উত্তরঃ বঙ্গবন্ধুর চেয়ার
২. বঙ্গবন্ধুর চেয়ারটি উদ্বোধন করেন --
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৩.জাতিসংঘ সদর দপ্তরের বাগানে একটি'হানি লোকাস্ট' গাছের চারা রোপন করেছেন --
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৪. শেখ হাসিনা কে 'মুকুট মণি' বলে অখ্যায়িত করে--
উত্তরঃ জাতিসংঘের SDSN
৫. টানা ৩য় বার কানাডার প্রধানমন্ত্রী হলেন--
উত্তরঃ জাস্টিন ট্রুডো
৬. জাতিসংঘের 'এসডিজি অগ্রগতি পুরস্কার' অর্জন করেছেন?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৭.দেশের সর্বাধুনিক কমপ্লেক্স "বঙ্গবন্ধু কমপ্লেক্স " নির্মিত হচ্ছে --
উত্তরঃ সিলেটে
৮.বাংলাদেশের একমাত্র "Living Entity" মর্যাদাপূর্ণ নদী?
উত্তরঃ তুরাগ নদী
৯.রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের গৃহীত কূটনীতি--
উত্তরঃ Shuttle Diplomacy
১০."অকাস(AUKUS)" নামে চীন বিরোধী বিশেষ নিরাপত্তা জোট গঠন করেছে---
উত্তরঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
১১. অকাস(AUKUS) গঠিত হয়?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০২১
১২. অস্ট্রেলিয়ার সাথে বানিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি ( Trade & Investment Framework Arrangement---TIFA) করেছেন বাংলাদেশ ---
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০২১
১৩. বর্তমান দেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমান কত?
উত্তরঃ ২৪,৮৯০ টাকা
১৪. সৌরজগতের বাইরে সদ্য আবিষ্কৃত হওয়া নতুন গ্রহপুঞ্জ হল---
উত্তরঃ Hycean Exoplanet
১৫. মানিকগঞ্জের পাটুরিয়া পদ্মা নদীর পাড়ঘেঁয়ে তৈরি হবে--
উত্তরঃ শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম
১৬. কার্বন ডাই অক্সাইড সংগ্রহের বিশ্বের বৃহত্তম প্লান্ট 'ওরকা' চালু করেছে------ আইসল্যান্ড
১৭. জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ----সানাই তাকাইচি
১৮.বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছে---দিল্লিতে প্রস ক্লাব অব ইন্ডিয়ান (৬ সেপ্টেম্বর ২০২১)
১৯. এশিয়ার নোবেল খ্যাত "ম্যাগসেসে পুরস্কার" পেয়েছেন বাংলাদেশী বিজ্ঞানী--- ড. ফেরদৌসী কাদরী
২০. নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ পেয়েছে বাংলাদেশ ---- ২০ অগাস্ট ২০২১