How To Submit Online Income Tax Return 2021-22 | TIN থাকলেই রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক ২০২১-২২
আপনি যদি কোনো কারণে ই টিন বা টিন সার্টিফিকেট করে থাকেন সেটা হতে পারে সঞ্চয়পত্র ক্রয় করার জন্য অথবা আপনি ইউটিউবে ট্যাক্স ইনফরমেশন সাবমিশন করার জন্য আপনি ই টি তৈরি করেছেন। আপনার ফ্রিল্যান্সিং কাজের প্রয়োজনে আপনি ই টিন করেছেন কিংবা ব্যাংক একাউন্ট ডিপিএস করার জন্য বা লন নেওয়ার জন্য যেকোনো কারণে আপনি যদি আপনার টিন করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিশন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ই টিন সাবমিশন না করেন তাহলে আপনার জরিমানা হবে। ট্যাক্স রিটার্ন মানেই যে টাকা দিতে হবে তা কিন্তু নয়। আপনি চাইলে জিরো ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে পারেন যেটার জন্য আপনার কোন টাকার প্রয়োজন হবে না। আজকে আপনাদেরকে জানাবো কখন কোথায় এবং কিভাবে ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হয়। এবং কাদের কাদের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে বা কাদের জমা দিতে হবে না বা অাপনি যদি নির্দিষ্ট সময়ে ট্যাক্স রিটার্ন জমা না দেন তাহলে আপনি কি কি ধরনের জরিমানা বা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন তা বলন অাজকে।
প্রথমে জানাবো: