গুচ্ছ গ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১ - GST C Unit Question Solution 2021
* ভাষা আন্দোলনের ফলে যে প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল - বাংলা একাডেমি।
* বাংলা একাডেমির প্রথম পরিচালক - ড. মযহারুল ইসলাম।
বাংলা একাডেমি হীরক জয়ন্তী উদযাপন করেছিল - ২০১৫ সালে।
* বাংলা একাডেমির মূল মিলনায়তনটি যার নামে - আবদুল করিম সাহিত্য বিশারদ।
'নজরুল স্মৃতিকক্ষ' নির্মাণ করা হয়েছে - বাংলা একাডেমিতে।
* 'একুশে গ্রন্থমেলা'র আয়ােজক সংস্থার নাম - বাংলা একাডেমি।
* যে পত্রিকাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত - উত্তরাধিকার।
বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা - বাংলা জানাল।
* যে পত্রিকাটি শিশু-কিশাের পত্রিকা হিসেবে পরিচিত - ধানশালিকের দেশ।
* 'আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি' গানটির রচয়িতা - আব্দুল গাফফার চৌধুরী।
* 'আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি' রচনাটি - সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। রচিত কবিতা পরে গান।
* 'সালাম সালাম হাজার সালাম’ গানটির গায়ক - আব্দুল জব্বার।
* 'আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি' গানটির প্রথম সুরকার - আব্দুল লতিফ।
'আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি' গানটি প্রথম গাওয়া হয় - ১৯৫৩ সালে।
* 'আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি' গানটির বর্তমান সুরটির পরিচালক - আলতাফ মাহমুদ।
* 'আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি' গানটির সুরকার - আলতাফ মাহমুদ।
* 'ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়' গানটির রচয়িতা ও সুরকার - আব্দুল লতিফ।
* যে গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল - একুশে ফেব্রুয়ারি।
* 'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক - হাসান হাফিজুর রহমান।
বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস – আরেক ফাল্গুন।
* ভাষা আন্দোলনভিত্তিক নাটক - কবর। * পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট গঠন করা হয় - ১৯৫৩ সালে।
* ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভুক্ত রাজনৈতিক দল নয় - ন্যাশনাল আওয়ামী পার্টি।
* যুক্তফ্রন্টের (১৯৫৪) রাজনৈতিক দলের সংখ্যা - চার।
* ১৯৫৪ সালের পূর্ব বাংলায় নির্বাচনের মূলমন্ত্র ছিল - পূর্ণ স্বায়ত্তশাসন।
* পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় - ১৯৫৪ সালে।
* ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে দফা ছিল - ২১টি।
ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি ছিল - বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।
* ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল - নৌকা।
* পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে আসন ছিল - ৩০৯টি।
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট আসন লাভ করে - ২২৩টি।
* ১৯৫৪ সালে নির্বাচনের জয়লাভ করে - যুক্তফ্রন্ট।
পূর্ববাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় প্রথম মুখ্যমন্ত্রীর নাম - এ.কে. ফজলুল হক।
* শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হন - ৩৪ বছর বয়সে।
* ১৯৫৬:সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দপ্তরের মন্ত্রী ছিলেন - শিল্প, বাণিজ্য ও শ্রম।