ঢাবি ঘ বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ - DU D Unit Admission Question Solution 2021 Dhaka University
বাংলা অংশের সমাধানঃ
১. কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় উল্লেখিত শাক্যমুনি কে? উত্তরঃ গৌতম বুদ্ধ
২. নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ মহীয়সী
৩. ‘পরোপকারই পরম ধর্ম’ কোন রচনার অন্তর্গত? উত্তরঃ বিড়াল
৪. ‘এক হতে আরম্ভ করে’ এক কথায়? উত্তরঃ একাদিক্রমে
৫. নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়? উত্তরঃ সংলাপ [সম্ + লাপ = সংলাপ]
৬. টানে এক আঁক বক। এ বাক্যে টানে কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ করণে ৭মী
৭. ‘বিশ্ববিদ্যালয়’ শব্দে কয়টি অক্ষর আছে? উত্তরঃ ৫ টি [বিশ্ + শো + বিদ্ + দা + লয়্ = ৫টি অক্ষার]
৮. ‘মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল’ – অপরিচিতা রচনার এই উদ্ধৃতিতে প্রকাশ পেয়েছে অনুপমের মামার? উত্তরঃ অন্তঃসারশূন্য অহংকার
৯. কবির চেতনায় শাদা পাখির ‘পা সবুজ ও নখ তীব্র লাল’ – সবুজ ও লাল কোন তাৎপর্য বহন করে? উত্তরঃ তারুণ্য ও প্রতিবাদ
১০. বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে ‘লক্ষি’ শব্দটি ব্যবহৃত হয়েছে? উত্তরঃ লক্ষ করে অর্থে
১১. নিচের কোনটি Like cures like এর বাংলা অনুবাদ? উত্তরঃ কাঁটায় কাঁটা তোলা
১২. কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়? উত্তরঃ উত্তরী [অভি + মান = অভিমান, উৎ + মনা = উন্মনা, নিঃ+রব এই শব্দ ৩ টি উপসর্গযোগে গঠিত, আর উত্তর + ঈ = উত্তরী প্রত্যয় যোগে গঠিত]
১৩. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয় কোনটি? উত্তরঃ স্কুল > ইস্কুল [এটি আদি স্বরাগমের উদাহরণ]
১৪. কোনটি সমষ্টিবাচক শব্দ নয়? উত্তরঃ কূল [কূল অর্থ = তট, কিনারা; সীমা, আশ্রয়]
১৫. নিচের কোন শব্দে প্র উপসর্গ আধিক্য অর্থের প্রকাশক? উত্তরঃ প্রগাঢ় [প্র + গাঢ় = প্রগাঢ় অর্থ অতিশয় গাঢ়]
সাধারণ জ্ঞান ও অন্যান্য অংশের সমাধানঃ
১. মিয়ানমারের সামরিক শাসন বিরোধী জনবিক্ষোভ কি নামে পরিচিত? উত্তরঃ বসন্ত বিপ্লব
২. ২০২১ সালে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আঁ সার্তে রিগা’ বিভাগে বাংলাদেশের কোন চলচ্চিত্র মনোনয়ন পেয়েছিল? উত্তরঃ রেহানা মরিয়ম নূর
৩. আই.সি.ইউ (ICU) এর পূর্ণরূপ কি? উত্তরঃ ইনটেনসিভ কেয়ার ইউনিট (Intensive Care Unit)
৪. একটি ত্রিভুজের পরিসীমা ৩৬ সে.মি. । বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৩ঃ৪ঃ৫ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ.সেমি? উত্তরঃ ৫৪ বর্গ.সেমি
৫. পালস অক্সিমিটার এর কাজ কি? উত্তরঃ রক্তে অক্সিজেনের মাত্রা যাচাই করা
৬. কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়? উত্তরঃ সারা গিলবার্ট [যুক্তরাষ্ট্র]
৭. HTTP এর পূর্ণরূপ? উত্তরঃ Hyper Text Transfer Protocol
৮. সৌদি সাংবাদিক জামাল আহমেদ খাশোগীকে কোন শহরে হত্যা করা হয়? উত্তরঃ ইস্তানবুল [তুরস্ক]
৯. কোনটি অনলাইন শিক্ষণ- শিখন প্লাটফর্ম নয়? উত্তরঃ গুগল পিক্সেল [Google Pixel]
১০. সাই-ফাই এর অর্থ কি? উত্তরঃ বৈজ্ঞানিক কল্পকাহিনী [ Sci-Fi = Science fiction]
১১. কোনটি পারস্য উপসাগরীয় রাষ্ট্র? উত্তরঃ সৌদি আরব [ কুয়েত, বাহরাইন, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হচ্ছে পারস্য উপসাগরীয় রাষ্ট্র]
১২. ১৯২১ সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে? উত্তরঃ ৩টি
১৩. আফ্রিকার সাব সাহারা অঞ্চল অন্য কি নামে পরিচিত? উত্তরঃ সাহেল
১৪. সাজেক উপত্যকা কোথায় অবস্থিত? উত্তরঃ রাঙামাটি
১৫. আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম কি ছিল? উত্তরঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য
১৬. ‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা’ এই শ্লোগানটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? উত্তরঃ ব্ল্যাক লাইভস ম্যাটার [Black Lives Matter]
১৭. ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী দলের অধিনায়ক কে ছিলেন? উত্তরঃ আকবর আলী
১৮. নিচের কোন বনটি সর্ববৃহৎ? উত্তরঃ সুন্দরবন [আয়তন ১,৩৯,৫০০ হেক্টর। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে]
১৯. কোন দেশ বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প চালু করেছে? উত্তরঃ চীন
২০. কোন ঘটনার কারণে ধরিত্রী দিবস সূচনা হয়? উত্তরঃ জলবায়ু পরিবর্তন
২১. ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর কোন দেশের অংশ ছিল? উত্তরঃ মালয়েশিয়া
২২. ‘দ্য ফার্স্ট প্ল্যানটেশন’ শিল্পকর্মটি কার? উত্তরঃ এস এম সুলতান
২৩. ২০২১ সালে অনুষ্ঠিত জার্মানির জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন পেয়েছে? উত্তরঃ সোশাল ডেমোক্র্যাটিক পার্টি (SPD) [দলটি ২৫.৭ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে ২৪.১ শতাংশ ভোট পেয়েছে অ্যাঙ্গেলা মের্কেলের ডেমোক্র্যাটিক ইউনিয়ন অফ জার্মানি বা সিডিইউ ও তার শরীক দল।]
২৪. বাংলাদেশের ডেল্টা প্লান এর সময়সীমা কত সাল নাগাদ? উত্তরঃ ২১০০ সাল
২৫. ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? উত্তরঃ হান্টার শিক্ষা কমিশন [১৮৮২ সালে গঠিত এটি ছিল আধুনিক ভারতের ইতিহাসে প্রথম শিক্ষা কমিশন।]
২৬. বরিশালের রূপে মুগ্ধ হয়ে কোন কবি এই নগরকে বাংলা ভেনিস অ্যাখ্যা দিয়েছিলেন উত্তরঃ কাজী নজরুল ইসলাম
২৭. টোকিও অলিম্পিক ২০২০ এর কোন ইভেন্টে বাংলাদেশ প্রথমবারের মত দ্বিতীয় পর্বে পৌঁছেছিল? উত্তরঃ ধনুর্বিদ্যা
২৮. মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে কে প্রথম শহীদ হন? উত্তরঃ মোহাম্মদ মোস্তফা কামাল [তিনি ১৮ এপ্রিল, ১৯৭১ সালে শহীদ হন]
২৯. কোন ক্ষেত্রে অবদানের জন্য ম্যান বুকার পুরষ্কার দেওয়া হয়? উত্তরঃ সাহিত্য
৩০. ৫ এর কত শতাংশ ৭ হবে? উত্তরঃ ১৪০ শতাংশ
ইংরেজি অংশের সমাধানঃ
১. The synonym of hypothetical is – উত্তরঃ speculative
২. My friend failed in the examination because his answers were not —to the questions asked. উত্তরঃ pertinent
৩. The poem ‘Bidrohi’ written by Kazi Nazrul Islam is a alive and today as it was a hundreds years ago? উত্তরঃ appealing
৪. Travellers —— their reservation well in advance if they want to fly during the summer holidays. উত্তরঃ had better get
৫. Many leading members of the opposition party ______ to justify the decision. উত্তরঃ have tried
৬. What is an alloy? উত্তরঃ A planned combination of materials for a specific purpose
৭. Which of the following, according to the passage is applicable to metals? উত্তরঃ They are pliable
৮. What does the writer say about Alloys in the text? উত্তরঃ They are a combination of metals for a specific proportions.
৯. Why does the passage give the example of aircraft industry? উত্তরঃ to demonstrate how alloys can be used to solve industrial problems
১০. The passage says that alloys are? উত্তরঃ made by us
১১. I have reconciled my——never loving my jobs. উত্তরঃ to
১২. The correct reported form of the sentence – ‘He said to me, You will get the result of Covid-19 test tomorrow.’ উত্তরঃ ‘He told me that I would get the result of my Covid-19 test the next day.
১৩. The correct passive form of ‘ Who baked the cake?’ is- উত্তরঃ By whom was the cake baked?
১৪. The thieves broke the window and climbed—— it. উত্তরঃ through
১৫. When a melectronic enters the earth’s atmosphere, it travel—– উত্তরঃ very rapidly
Tags
Admission Test