ঢাবি খ বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ - DU B Unit Admission Question Solution 2021
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
Dhaka University B Unit Admission Question Solution 2021
ঢাকা বিশ্ববিদ্যালয় (DU) B বা Kha ইউনিটের প্রশ্ন সমাধান 2021. DU Kha ইউনিটের ভর্তি পরীক্ষা MCQ এবং লিখিত উত্তর 2020-21। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের প্রশ্ন সমাধান বা উত্তরপত্র নিয়ে আলোচনা করব। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষার্থী সকল শিক্ষার্থীদের আমাদের নিবন্ধটি অনুসরণ করা উচিত। পরীক্ষা শেষে প্রায় সব পরীক্ষার্থীর অনুসন্ধান প্রশ্নের সমাধান। কারণ তারা সবাই পরীক্ষাটি কেমন হয়েছে তা পরীক্ষা করতে চায়। এজন্য তারা পরীক্ষার প্রশ্ন এবং উত্তর দেখতে চায়। সেই সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নের সমাধান প্রদান করবো। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন সমাধান বা উত্তরপত্র দেখতে আগ্রহী শিক্ষার্থীদের পুরো লেখাটি পড়তে হবে।
English Question Solution of DU B unit:
1. on
Insisted someone on - জোড় করা/ পীড়াপীড়ি করা
2. Proliferation ( উৎপাদন বৃদ্ধি করা)
key word: Peace movement
Opposite দ্বারা বাক্যটির মিনিং এর shift ঘটেছে। অর্থাৎ Peace movement এর opposite বুঝিয়েছে। সো Peace movement এর বিপরীত হবে ধ্বংসাত্মক অস্ত্র উৎপাদন করা।
3. Spilling the beans মানে কোনো গোপন কথা বলে দেয়া (revealing secrets)
4. D
Direct speech এ will have আছে। said দেয়া থাকাতে indirect speech past form এ হবে। so, would have হবে indirect অংশ তে যেয়ে। B হবে না কারণ will have এর পরে had নেই। সুতরাং would have এর পরেও had হবে না।
5. A
commence - to begin/start
6. (C)Antigen
7. D
When ব্যাবহৃত হয় vauge (অস্পষ্ট) term এর ক্ষেত্রে। যেমন, at afternoon, within 1 hour. At what time ব্যাবহৃত হয় specific time বোঝালে ( at 8 PM, at 9 AM)
দ্বিতীয়ত C no অপশন টি interrogative structure এই নাই। সাবজেক্ট verb এর আগে বসেছে। A no অপশন টি তে Held হচ্ছে hold এর past form. কিন্তু will এর পরে V1 বসবে।
8. D ( Adjective)
Passive form এর V3 participle এর কাজ করে। Participle একটি adjective. are এর পরে কেবলমাত্র v+ing মেইন ভার্বের কাজ করতে পারে
I am eating ( eating verb)
Rice is eaten ( eaten participle / adjective)
Rice is being eaten ( is auxiliary verb, being main verb, eaten participle /adjective)
V3 এর আগে কেবল মাত্র have/has/had থাকলে সেটি main verb হতে পারে। তাই এটার উত্তর কোনো ভাবেই verb না।
9. Specific region based
সরাসরি টেক্সট বুক এর Diaspora এর unit ( Unit 11)থেকে তুলে দেয়া
10. Disentangle ( বিচ্ছিন্ন করা)
Snarl অনেক ধরনের অর্থে ব্যাবহার হয়। Snurl- গর্জে ওঠা, একত্রিত হয়ে থাকা( Twisted together, entangled), complicated বা confused রুপ ধারণ করা। তাই Disentangle এটির সিনোনিম নয়।
11. A
Active voice. Past indefinite tense এ আছে। Passive voice এ was হবে। একমাত্র অপশন A তেই was আছে।
12. A
A sour grape - A negative attitude towards something
কাজেই, এটা Positive attitude / view না।
13. B( Unit 13 থেকে তুলে দেয়া)
14. D ( Unit 12-Peace & Conflict unit থেকে তুলে দেয়া)
15. A
affirmative agreement এর নিয়মানুসারে so+auxiliary verb ( আগের clause এর Tense অনুসারে)+ subject
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
1. কোর্ট অব রেকর্ড বলা হয় কোন আদালতকে? উত্তরঃ সুপ্রিম কোর্টকে
২. সদ্য ঘোষিত ‘আউকুস’ চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি? উত্তরঃ জাপান [AUKUS is a trilateral security pact between Australia, the United Kingdom and the United States, announced on 15 September 2021 for the Indo-Pacific region]
৩. স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে? উত্তরঃ রপ্তানী বাড়ে
৪. ২০২০ সালে অস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো? উত্তরঃ প্যারাসাইট [প্যারাসাইট কোরিয়ান চলচ্চিত্র]
৫. পৃথিবী সূর্যের—– নিকটতম গ্রহ? উত্তরঃ ৩য়
৬. রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে? উত্তরঃ রাজবংশী
৭. নিচের যে পত্রিকাটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়? উত্তরঃ জয় বাংলা
৮. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? উত্তরঃ নবাব নওয়াব আলী চৌধুরী
৯. বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে? উত্তরঃ ৩য় ভাগে
১০. নিচের যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? উত্তরঃ জার্মানী
১১. সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ প্রতিযোগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে? উত্তরঃ ৮ টি
১২. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ছিলেন? উত্তরঃ বিচারপতি আবু সাঈদ চৌধুরী
১৩. দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা? উত্তরঃ অ্যাডাম স্মিথ
১৪. বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফা দাবির যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে? উত্তরঃ ৩
১৫. নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ? উত্তরঃ হরিকেল
১৬. রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলোসিয়াম’ হল? উত্তরঃ নাট্যশালা
১৭. সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর হল –? উত্তরঃ <
১৮. ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষনে “২০২১ সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন – ?
উত্তরঃ মথুরা বিকাশ ত্রিপুরা
১৯. স্টোরেজ ডিভাইস এ ডাটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয় ___ ট্রানস্মিশন – ? উত্তরঃ অ্যাসিনক্রোনাস
২০. ২০২১-২০২২ সালের উন্নয়ন বাজেটের যে খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে – ? উত্তরঃ পরিবহন ও যোগাযোগ
২১. যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজে সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না ? উত্তরঃ প্রোলগ
২২. জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন? উত্তরঃ চিফ হুইপ
২৩. যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স অর্থ প্রেরণ করেন? উত্তরঃ সৌদি আরব
২৪. ‘ঈদগাঁও’, ‘মধ্যনগর’ এবং ‘দাসার’ হলো? উত্তরঃ সদ্য প্রতিষ্ঠিত উপজেলা
২৫. “ইউনেস্কো-বাংলাদেশ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ আন্তর্জাতিক পুরস্কার” যে বিষয়ে ঘোষিত হয়েছে? উত্তরঃ সৃষ্টিশীল অর্থনীতি
২৬. কভিড-১৯-এর ৩ ডোজের টিকা ‘আবদালা’-র আবিষ্কারক দেশ হলো? উত্তরঃ কিউবা
২৭. ‘ইলামতি’ হলো? উত্তরঃ এক ধরণের আম
২৮. ‘নহর-ই-যুবাইদা’ যেখানে অবস্থিত? উত্তরঃ বাগদাদ [ইরাক]
২৯. ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যে শহরে? উত্তরঃ বার্মিংহাম [ইংল্যান্ড]
৩০. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম যে দেশ সফর করেন? উত্তরঃ যুক্তরাজ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন খ ইউনিট
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন
ঢাবি খ ইউনিট প্রশ্ন
ঢাবি খ ইউনিট প্রশ্ন ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন খ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ঢাবি খ ইউনিট প্রশ্ন ঢাবি খ ইউনিট প্রশ্ন ২০২১
Tags
Admission Test