পঞ্চগড়, নোয়াখালি, নারায়ণগঞ্জ, শেরপুর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - DC Office New Job Circular 2021


পঞ্চগড়, নোয়াখালি, নারায়ণগঞ্জ, শেরপুর বগুড়া  জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১




পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড় এর সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিসসমূহে নিচে বর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিযনলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফরমে/নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ডিসি অফিস জেলা        পঞ্চগড়
পদের সংখ্যা                ০৪ পদে ১০জন
বয়সসীমা                        ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা        এইচএসসি/স্নাতক
আবেদনের শেষ তারিখ ১১ নভেম্বর, ২০২১
আবেদনের মাধ্যম       টেলিটক অনলাইনে
আবেদনের ঠিকানা       dcpgr.teletalk.com.bd



নোয়াখালি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদৃত্ত কর্মচারী শাখার ২৪ আগস্ট ২০২১ তারিখের এবং ০৫ সেপ্টেম্বর ২০২১ তারিখের স্মারক মূলে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ মোতাবেক জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নোয়াখালী এর শুন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পুরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিচে বর্ণিত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ডিসি অফিস জেলা        নোয়াখালি
পদের সংখ্যা               ০৫ পদে ২২ জন
বয়স                               ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা        এইচএসসি/স্নাতক
আবেদনের শেষ তারিখ     ০৮ নভেম্বর, ২০২১
আবেদনের মাধ্যম       টেলিটক অনলাইনে
আবেদনের ঠিকানা      dcnoakhali.teletalk.com.bd



নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৩ শাখার ০৮ আগস্ট ২০২১ তারিখের স্মারকে জারীকৃত ছাড়পত্রের আলোকে সার্কিট হাউজ, নারায়ণগঞ্জ-এ বাবুর্চি-এর শৃণ্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরম পূরণপূর্বক নিম্ন স্বাক্ষরকারী বরাবরে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

ডিসি অফিস জেলা         নারায়ণগঞ্জ
পদের সংখ্যা                ০১ পদে ০১ জন
বয়স                                 ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা          জেএসসি
আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর, ২০২১
আবেদনের মাধ্যম         ডাকযোগে
আবেদনের ঠিকানা        জেলা প্রশাসক বরাবর


বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিঃ স্থানীয় সরকার,পল্পী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উল্লেখিত তারিখের নম্বর ও স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া এর স্থানীয় সরকার শাখার নিচে লিখিত শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য কেবলমাত্র বগুড়া জেলার স্থায়ী (পুরুষ/মহিলা) বাসিন্দাদের নিকট হতে নিচে বর্ণিত শর্তসাপেক্ষ নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।

ডিসি অফিস জেলা      বগুড়া
পদের সংখ্যা              ০৮ পদে ২৬ জন
বয়স                              ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা     এসএসসি/জেএসসি
আবেদন শুরু হবে     ২৯ সেপ্টেম্বর, ২০২১
আবেদনের শেষ তারিখ  ২৮ অক্টোবর, ২০২১
আবেদনের মাধ্যম     টেলিটক অনলাইন
আবেদনের ঠিকানা    dcbogura.teletalk.com.bd


শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী শাখার তারিখের ও স্মারকে জারীকৃত ছাড়পত্র মোতাবেক জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের অধীন শেরপুর সার্কিট হাউজের শূন্য পদসমূহ আবেদন আহবান করা হচ্ছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

ডিসি অফিস জেলা         শেরপুর
পদের সংখ্যা                 ০৫টি পদে ০৭ জন
বয়স                                 ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা         এসএসসি/জেএসসি
আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর, ২০২১
আবেদনের মাধ্যম         ডাকযোগে
আবেদনের ঠিকানা        জেলা প্রশাসক, শেরপুর বরাবর




ডিসি অফিসে আবেদন সাধারণ নিয়ম

আবেদনপত্রে (ক) প্রার্থীর পূর্ণ নাম স্পষ্টাক্ষরে (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (চ) জন্ম তারিখ (ছ) বয়স (জ) জাতীয়তা (ঝ) ধর্ম (ঞ) অভিজ্ঞতা (যদি থাকে) (ট) কোটার নাম (যদি থাকে) (ঠ) শিক্ষাগত যোগ্যতার বিবরণ নিম্নোক্ত ছক মোতাবেক উল্লেখ থাকতে হবে। পরীক্ষার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম/বোর্ড/বিশ্ববিদ্যালয়ের নাম প্রাপ্ত বিভাগ/ শ্রেণি/উত্তীর্ণ হওয়ার বছর জিপিএ /সিজিপিএ সহ।

আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ


সংশ্লিষ্ট পৌর মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মুল/সাময়িক সনদপত্রের অনুলিপি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (৯ম গ্রেডের নীচে নয়), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (৯ম গ্রেডের নীচে নয়)।


প্রার্থীকে আবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) জেলা প্রশাসক, নিজ নিজ জেলার এর অনুকূলে সোনালী ব্যাংকের (উল্লেখিত ব্যাংক) যে কোন শাখা হতে ১-০৭৪২-০০০০-২৬৮১ নম্বর কোডে ১০০/- (একশত) টাকার ট্রেজারি চালানের মূলকপি দাখিল করতে হবে।


জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (৯ম গ্রেডের নীচে নয়)। গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ৯ম গ্রেডের নীচে নয়)।


নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজ নাম ও ঠিকানা সম্বলিত ১০*৫ ও 8*৫ সাইজের (১০/- (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকেটসহ) একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।


বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা অথবা পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা/ শহিদ বীর মুক্তিযোদ্ধার পিতা/মাতা/পিতামহ/পিতামহ/মাতামহ/মাতামহীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট (যথাক্রমে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত কপি) সংযুক্ত করতে হবে।


প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপপরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর নির্ধারিত জেলা এর নিকট থেকে তালিকাভুক্তির সনদপত্রের কপি, এতিমখানার নিবাসীদের ক্ষেত্রে এতিমখানার তন্বাবধায়কের নিকট থেকে প্রত্যয়নপত্রের কপি, আনসার ও ভিডিপির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত মৌলিক প্রশিক্ষণের সনদপত্রের সত্যায়িত কপি এবং উপজাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়ন পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে (৯ম গ্রেডের নীচে নয়)।


অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি, ও সীলমোহর থাকতে হবে।


চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। কোটা সম্পর্কিত সর্বশেষ প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। খামের উপরে স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম, ঠিকানা, পদের নাম ও কোটার নাম লিখতে হবে।


লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ ক্ষেত্রে কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না।


আবেদনকারী কোন তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলেও সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোন শর্ত পরিবর্তন, সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।


চাকরির ক্যাটাগরি সরকারি চাকরি
চাকরির ধরন         জেলা ডিসি অফিস
চলমান জেলা         ৫টি
পদের সংখ্যা         ভিন্ন ভিন্ন
বয়স                         ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা জেএসসি-স্নাতক
আবেদনের শেষ তারিখ ১১ নভেম্বর, ২০২১
আবেদনের মাধ্যম ডাকযোগে/অনলাইনে


জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ বর্তমানে চলমান সকল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ চলমান সকল ডিসি অফিস চাকরি বিজ্ঞপ্তি ২০২১ All DC Office Job Circular 2021 গুলো এক নজরে দেখে নিন এবং মনে রাখতে হবে, আবেদন করার জন্য আপনাকে উক্ত জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।


জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ ২০২১

জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ঐ জেলার বাসিন্দা হতে হবে এবং স্থায়ী বাসিন্দার সনদপত্র থাকতে হবে। কোন অবস্থাতে এক জেলার বাসিন্দা অন্য জেলার ডিসি অফিসে আবেদন করতে পারবে না।



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form