Recent General Knowledge Bangladesh 2021 | চাকুরির সাধারণ জ্ঞান 2021
বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি
===================================
প্রশ্ন : আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) বাংলাদেশ কত শতাংশ শেয়ার চায়?
উত্তর :১ শতাংশ।
প্রশ্ন : খাদ্য নিরাপত্তা ও নীতি গবেষণায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে কোনটি?
উত্তর : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
প্রশ্ন : বাংলাদেশ- ভারতের মধ্যে সেতুবন্ধনকারী মুজিব নগরের স্বাধীনতা সড়কের দৈর্ঘ্য কত?
উত্তর : প্রায় ২ কিলােমিটার।
প্রশ্ন : রােহিঙ্গাদের জন্য ‘ভাসানচর প্রকল্প পরিচিত কী নামে?
উত্তর : ‘আশ্রায়ন প্রকল্প-৩ নামে।
প্রশ্ন : বর্তমানে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মােট কর্মসূচি রয়েছে কতটি?
উত্তর :১৪৩টি।
প্রশ্ন : প্রথমবারের মতাে সফলভাবে দেশে উৎপাদন হয়েছে
উত্তর : হােয়াইট টি। অপর নাম (সিলভার নিডল ২ হােয়াইট টি)।
প্রশ্ন : ‘হােয়াইট টি’ এর উদ্ভাবক কে?
উত্তর :নাসির উদ্দিন খান।
প্রশ্ন : বর্তমানে মােবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর :১৩৫ তম।
প্রশ্ন : নারী উন্নয়নে অবদান রাখায় ‘ডব্লিউআইসিসি আই- অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন কে?
উত্তর : ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রশ্ন : করােনা টিকা ‘বঙ্গভ্যাক্স এর আবিষ্কারক কে?
উত্তর :কাকন নাগ ও নাজনীন সুলতানা।
প্রশ্ন : সরকার বীজ সংরক্ষণে কোন দেশের সঙ্গে কাজ করেছে?
উত্তর :নরওয়ে।
প্রশ্ন : সরকার আনুষ্ঠানিকভাবে কতটি খাতকে ‘শিশুশ্রমমুক্ত’ ঘােষণা করেছে?
উত্তর : ৬টি। (ট্যানারি, সিরামিক, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমুখী চামড়াজাত শিল্প, পাদুকা ও রেশম)।
প্রশ্ন : দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কত সালে?
উত্তর :২০২৩ সালে।
প্রশ্ন : ঢাকা-কক্সবাজার রেল যােগাযােগ শুরু হবে কবে?
উত্তর : ২০২২ সালে।
প্রশ্ন : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কী?
উত্তর : ব্রি-১০০। (প্রতি কেজিতে ২৫.৭০ মিলিগ্রাম জিংক)।
প্রশ্ন : “Opportunity Hub এর ২০২০ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী তরুণদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের
উত্তর : পাভেল সারওয়ার।
প্রশ্ন : অসমাপ্ত আত্নজীবনী গ্রন্থকে ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্রের নাম কী?
উত্তর : চিরঞ্জীব মুজিব।
প্রশ্ন : দেশের ইতিহাসে প্রথম নারী Controller General Defence Finance (CGDF) হয়েছেন কে?
উত্তর : মনােয়ারা হাবীব।
প্রশ্ন : স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তর : মনােহরদী, নরসিংদী।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মুরাল ‘হিমালয়’ কোথায় অবস্থিত?
উত্তর : লৌহজং, মুন্সীগঞ্জ।
প্রশ্ন : বর্তমানে ডিএমপির থানার সংখ্যা কতটি?
উত্তর :৫০টি।
প্রশ্ন : আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের (বাংলাদেশ) চেয়ারম্যান কে?
উত্তর : বিচারপতি মােঃ শাহিনুর ইসলাম।
প্রশ্ন : বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
উত্তর : ৪৮৮৩টি।
প্রশ্ন : বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার কোনটি?
উত্তর : যুক্তরাজ্য।
প্রশ্ন : বাংলাদেশে বিদেশী বিনিয়ােগ ২য় অবস্থানে রয়েছে কোন দেশ?
উত্তর : যুক্তরাজ্য।
প্রশ্ন : বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে?
উত্তর : ২০২৭।
প্রশ্ন : ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সম্প্রতি কতটি প্রত্নস্থান নির্বাচন করেছে ।
উত্তর : ২১৫।
প্রশ্ন : RSF এর প্রতিবেদন ২০২০ অনুযায়ী, মুক্ত গণ মাধ্যমে সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৫১তম।
প্রশ্ন : বাংলাদেশে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়
উত্তর : ২৭ জানুয়ারি, ২০২১ (প্রথম টিকা নেন- নার্স রুনু বেরােনিকা কস্তা)।
প্রশ্ন : দেশে প্রথমবারের মতাে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স তৈরি হচ্ছে কোথায়?
উত্তর : সিলেট।
প্রশ্ন : দেশের বৃহত্তম কনটেইনার ডিপাে নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর : ধীরাশ্রম, গাজীপুর।
প্রশ্ন : সাউথ এশিয়ান ইকোনমিক নেটওয়ার্ক ফোরামের (সানেম) তথ্যমতে, দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত?
উত্তর :৪২%।
প্রশ্ন : অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়ােগ পেয়েছেন কে?
উত্তর : শেখ মােহাম্মদ মােরসেদ ও মেহেদী হাসান চৌধুরী।
প্রশ্ন : অ্যান্টিবায়ােটিকের যথেচ্ছ ব্যবহার রােধে প্রধানমন্ত্রী কয়টি প্রস্তাব দিয়েছে?
উত্তর : ৬টি।
প্রশ্ন : দক্ষিণ এশিয়ার ৩য় দেশ হিসেবে করােনার টিকাদান এ কর্মসূচি চালু করে কোন দেশ?
উত্তর :বাংলাদেশ।
প্রশ্ন : দেশে প্রথম করােনা ভাইরাসের টিকা গ্রহণ করেন কে?
উত্তর : রুনু ভেরােনিকা কস্তা (কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স)।
প্রশ্ন : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে তােলা নতুন গ্রামের নাম কী?
উত্তর : মুজিববর্ষ ভিলেজ।
প্রশ্ন : প্রথমবারের মতাে দেশের নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : সিলেট।
প্রশ্ন : ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ চৌকস দল কোন গানটি বাজিয়েছে?
উত্তর : ‘শােননা একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি।
প্রশ্ন : কোন নেটওয়ার্কের মাধ্যমে এখন বিদেশ থেকে দেশে টাকা আনা যাবে?
উত্তর : হােমসেন্ড নেটওয়ার্ক।
প্রশ্ন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র কে?
উত্তর : রেজাউল করিম চৌধুরী।
প্রশ্ন : বাংলাদেশ- মিয়ানমার-চীন বৈঠক রােডম্যাপ এ বাস্তবায়নে কতটি সিদ্ধান্ত হয়েছে? বUD
উত্তর : ৬টি।
প্রশ্ন : পায়রা সেতু নির্মাণ হচ্ছে কোথায়?
উত্তর : লেবুখালী, পটুয়াখালী।
প্রশ্ন : পায়রা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর :১৪৭০ মিটার (প্রস্থ ১৯.৭৬ মিটার।)
প্রশ্ন : বর্তমানে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে?
উত্তর : ২৪টি।
প্রশ্ন : সবচেয়ে বেশি লবণাক্ত পানির নদী কোনটি?
উত্তর :শিবসা (খুলনা)।
প্রশ্ন : চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৩য়।
প্রশ্ন : ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৪র্থ।
প্রশ্ন : বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : অষ্টম।
প্রশ্ন : আলু ও আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ও কততম? RUP
উত্তর : সপ্তম।
প্রশ্ন : চাষের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৫ম।
প্রশ্ন : দেশের ৬৫১ তম থানা কোনটি?
উত্তর :ভাসানচর, নােয়াখালী।
প্রশ্ন : অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, দেশে বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত?
উত্তর : ৫১০ কিলােওয়াট ঘণ্টা।
প্রশ্ন : করােনা ভাইরাস মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে?
উত্তর : উইন্ডিজ এর সাথে(ওয়ানডে-তে ৩ ম্যাচ সিরিজে উইন্ডিজকে হােয়াইটওয়াশ করে বাংলাদেশ)।
প্রশ্ন : দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল কোথায় স্থাপিত হবে?
উত্তর : কক্সবাজারে (নাম- SEA-ME-WE-6)।
প্রশ্ন : সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট এর উদ্বোধন হয়েছে কোন দেশে?
উত্তর : মরিশাস (রাজধানী- পাের্ট লুইসে)।
প্রশ্ন : নতুন করে বীর মুক্তিযােদ্ধার স্বীকৃতি পেয়েছেন কতজন?
উত্তর : ৬১ বীরাঙ্গনা নারী।
প্রশ্ন : সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৬৫তম।
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সার্ভারে অস্তিত্ব পাওয়া ক্ষতিকর প্রােগ্রামের নাম কী?
উত্তর : স্পাইওয়্যার।
প্রশ্ন : বাংলাদেশে সঞ্চয়পত্রের মেয়াদ কত বছর?
উত্তর :৫ বছর।
প্রশ্ন : পেয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : পাবনা।
প্রশ্ন : ইক্ষু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর :নাটোর।
প্রশ্ন : আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর :বগুড়া।
প্রশ্ন : বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে কত সালে?
উত্তর : ২০২৬ সালে।
প্রশ্ন : বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় কত সালে?
উত্তর : ১৯৭৫ সালে।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথে ই রয়েছে কতটি দেশ?
উত্তর : ৪টি দেশ।
প্রশ্ন : বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে কতটি?
উত্তর : ২টি।
প্রশ্ন : ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক রয়েছে কতটি?
উত্তর : ৩টি।
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কোথায় অবস্থিত?
উত্তর : কুতুপালং, কক্সবাজার।
প্রশ্ন : সুন্দরবনে অভয়ারণ্যের সংখ্যা কতটি?
উত্তর : ৩টি।
প্রশ্ন : সুন্দরবনে ডলফিন অভয়ারণ্য কতটি?
উত্তর :৩টি।
প্রশ্ন : সুন্দরবন বাংলাদেশের সমগ্র বনভূমির কত শতাংশ?
উত্তর : ৪৪ শতাংশ।
প্রশ্ন : ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অধরা সংস্কৃতি কতটি?
উত্তর : ৪টি। যথা- মঙ্গল শােভাযাত্রা, বাউলগান, জামদানি, শীতলপাটি।
প্রশ্ন : কারােনার টিকার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারের তৈরি অ্যাপের নাম কী?
উত্তর :সুরক্ষা।
প্রশ্ন : পােশাক রপ্তানিতে ইউরােপে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি?
উত্তর : জার্মানি।
প্রশ্ন : মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড’ বইটির রচয়িতা কে?
উত্তর : সাংবাদিক মিজানুর রহমান খান।
প্রশ্ন : মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরামর্শক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : নিপ্পন সিনাে কোম্পানি লিমিটেড, জাপান।
প্রশ্ন : শিশুশ্রম নিরসনে আন্তর্জাতিক বর্ষ পালিত হবে কত সালে?
উত্তর : ২০২১ সালে।
প্রশ্ন : ইউজিসি’র নতুন প্রফেসর হিসেবে নিয়ােগ পেয়েছেন কে?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খান।
প্রশ্ন : বিবিসি’র শীর্ষ ১০০ নারীর তালিকায় থাকা বাংলাদেশের দুই নারী
উত্তর : রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু।
প্রশ্ন : ২০২০ সালে সবার আগে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছে।
উত্তর : রাব্বি রহমান (সর্বকনিষ্ঠ)।
প্রশ্ন : সবচেয়ে বেশি বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন কে?
উত্তর : লিপটন সরকার (১৬ বার)।
প্রশ্ন : সৌদি প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে চালু করা হয়
উত্তর : প্রবাস বন্ধু কল সেন্টার।
প্রশ্ন : ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কতজন সেনানি অংশগ্রহণ করে?
উত্তর :১২২ সেনানি।
প্রশ্ন : Cricinfo’র দশক সেরা ওয়ানডে একাদশে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি
উত্তর :সাকিব আল হাসান।
প্রশ্ন : আর্চার রােমান সানাকে বাংলাদেশ আনসার ও গ্রাম উন্নয়ন বাহিনীর কোন পদে পদোন্নতি দেয়া হয়?
উত্তর : ল্যান্স নায়েক।
প্রশ্ন : ২০২১ সালের ২১ জুন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : কিগালি, রুয়ান্ডা।
প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারােস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠার ঘােষণা দিয়েছেন?
উত্তর : লালমনিরহাটে।
প্রশ্ন : বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় শিপিং চুক্তিপত্র স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর : ১৯৮৬ সালে।
প্রশ্ন : বাংলাদেশের নতুন দুই পুলিশ থানা-
উত্তর : ভাসানচর থানা (নােয়াখালী), ঈদগাঁও থানা (কক্সবাজার)।
প্রশ্ন : পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিপত্র কার্যকর হয় কবে?
উত্তর : ২২ জানুয়ারি, ২০২১।
প্রশ্ন : বর্তমানে দেশে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
উত্তর : ৭৮ টি।
প্রশ্ন : দেশে চীন ও ভারতের টিকা পরীক্ষামূলক প্রয়ােগের উদ্যোগ নিয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : আইসিডিডিআর, বি।
প্রশ্ন : ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে আন্তর্জাতিক ঋণপত্রে ইসলামী শরিয়াহ ভিত্তিক কার্যক্রম চালু করে কোন ব্যাংক?
উত্তর : সিটি ব্যাংক।
প্রশ্ন : মানবদেহের জন্য বাতাসের সবচেয়ে ক্ষতিকর উপাদান কোনটি?
উত্তর : পিএম ২.৫।
প্রশ্ন : বায়ুদূষণে বাংলাদেশে প্রতিবছর গর্ভপাত হয় কত?
উত্তর : ৩ হাজার নারীর।
প্রশ্ন : দেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর : ৪টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর)।
প্রশ্ন : নৈসর্গিক সৌন্দর্যের আধার ‘ছৈলার চর’ কোথায় অবস্থিত?
উত্তর :ঝালকাঠি।
প্রশ্ন : উপকূলীয় ও বন্যাকবলিত এলাকায় মুজিব শতবর্ষের উপহার হিসেবে কতটি ভবন নির্মাণ করা হচ্ছে?
উত্তর : ৫৫০ টি ভবন (মুজিব কিল্লা)।
প্রশ্ন : আইইডিসিআর এর বর্তমান পরিচালক কে?
উত্তর : তাহমিনা শিরীন।
প্রশ্ন : দেশে বর্তমানে ইসলামী ধারার ব্যাংক কতটি?
উত্তর : ১০টি।
প্রশ্ন : ২০২০ সালে (জানুয়ারি-ডিসেম্বর) দেশে আসা সরাসরি বিদেশী বিনিয়ােগ (এফডিআই) এর পরিমাণ কত?
উত্তর :১৫০ কোটি ডলার।
প্রশ্ন : জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি কে?
উত্তর : ফরিদা ইয়াসমিন।
প্রশ্ন : মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি কতটি?
উত্তর :৩৯টি (মােট সংসদীয় কমিটি ৫০টি)।
প্রশ্ন : বিশ্বব্যাংকের হিসাবে, বর্তমানে ঢাকার জনসংখ্যা কত?
উত্তর :১ কোটি ৮০ লাখ।
প্রশ্ন : দেশের প্রাচীন ‘উডবার্ন’ সরকারি গণগ্রন্থাগার কোথায়?
উত্তর : বগুড়া (১৮৫৪)।
প্রশ্ন : করােনার টিকা প্রদানে ‘কো-উইন’ নামক অ্যাপ তৈরি করেছে কোন দেশ?
উত্তর : ভারত।
প্রশ্ন : দেশে বর্তমানে পৌরসভার সংখ্যা কতটি?
উত্তর : ৩২৯ টি।
প্রশ্ন : দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার স্থাপিত হয়?
উত্তর : রংপুরে।
প্রশ্ন : দেশের দীর্ঘতম সংযােগ সেতু হবে কোনটি?
উত্তর : ভােলা সেতু (দৈর্ঘ্য ১০ কি. মি)।
প্রশ্ন : ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করা হয় কোন নদীকে?
উত্তর :হালদা নদীকে।
প্রশ্ন : ২০৩৫ সালে ২৫ তম বৃহৎ অর্থনীতির দেশ হবে কোনটি?
উত্তর :বাংলাদেশ।
প্রশ্ন : চা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৮ম।
প্রশ্ন : ২৯ ডিসেম্বর,২০২০ মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে প্রথমবারের মতাে নােঙ্গর করে
উত্তর : পানামার জাহাজ ‘ভেনাস ট্রাম্প।
প্রশ্ন : বর্তমানে সরকারের মন্ত্রিসভার মােট সদস্য কতজন? N/
উত্তর : ৪৮জন।
প্রশ্ন : বর্তমানে সরকারের মন্ত্রিসভায় নারীর সংখ্যা কতজন?
উত্তর : ৫জন।
প্রশ্ন : এনভায়রনমেন্ট অ্যান্ড সােশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বায়ুদূষণে শীর্ষে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ (ঢাকা নগরীর অবস্থান- চতুর্থ)।
প্রশ্ন : ২০২০ সালে দেশে মােট রেমিট্যান্সের পরিমাণ কত?
উত্তর : ২১.৬ বিলিয়ন বা দুই হাজার ১৬০ কোটি ডলার।
প্রশ্ন : বৈশ্বিক আইনে শাসন সূচক- ২০২০ এ বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১১৫তম।
প্রশ্ন : জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হয়েছেন কে?
উত্তর : সংগীত শিল্পী ও অভিনেতা- তাহসান খান।
প্রশ্ন : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর নতুন মােবাইল ব্যাংকিং সেবার নাম কী?
উত্তর : উপায়।।
প্রশ্ন : ২০২০-২১ অর্থবছরে সংশােধিত এডিবির আকার কত?
উত্তর : ১ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
প্রশ্ন : স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কে?
উত্তর : অধ্যাপক আবুল বাসার মােহাম্মদ খুরশীদ আলম।
প্রশ্ন : রােহনুর সীমান্ত কোথায় অবস্থিত?
উত্তর : চাঁপাইনবাবগঞ্জে।
প্রশ্ন : জাতীয় অধ্যাপক প্রয়াত আনিসুজ্জামানের, সম্প্রতি প্রকাশিত ৩টি বই কী কী?
উত্তর : আমার অভিধান, মহামানবের সাগর তীরে ও স্মৃতির মানুষ।
প্রশ্ন : রংপুর হাইটেক পার্কের নতুন নাম কী?
উত্তর : ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক।
প্রশ্ন : বাংলাদেশে নব নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এর নাম কি?
উত্তর : শিরুজিনাথ সামির।