Recent General Knowledge Bangladesh 2021 | গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২১
৫৭। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১
৫৮। মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধা হলেন-? উত্তরঃ ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি
৫৯। বাংলাদেশের সংবিধান গৃহীত হয়-? উত্তরঃ ৪ নভেম্বর ১৯৭২ [৪ নভেম্বর সংবিধান দিবস]
৬০। বাংলাদেশের বর্তমান এটর্নি জেনারেলের নাম কি? উত্তরঃ এ এম আমিন উদ্দিন [তিনি দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল]
৬১। “আমার দেখা নয়াচীন” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ? উত্তরঃ ৩য় [১ম অসমাপ্ত আত্মজীবনী, ২য় কারাগারের রোজনামচা]
৬২। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ ২টি বিমানের নাম হল-? উত্তরঃ আকাশ তরী ও শ্বেত বালিকা [১৪ মার্চ ২০২১ এ আকাশ তরী ও শ্বেত বালিকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়]
৬৩। ২৭শে মার্চ ২০২১ কোন দুটি দেশ ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে? উত্তরঃ চীন ও ইরান
৬৪। সেভেন সিস্টার বলা হয় কোন অঞ্চলকে?- উত্তরঃ পূর্ব ভারতের ৭টি রাজ্যকে
৬৫। কভিড- ১৯ অক্সফোর্ড অ্যাস্ট্র জেনিকটিকা সর্বপ্রথম কোন দেশ ব্যবহারের অনুমতি প্রদান করে? উত্তরঃ যুক্তরাজ্য
৬৬। কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম? উত্তরঃ চীন
৬৭। অনূর্ধ্ব -১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে ছিল?- উত্তরঃ ভারত [চ্যাম্পিয়ন বাংলাদেশ]
৬৮। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তরঃ ৫ জুন
৬৯। ”আগুন ও বরফের ভূমি” বলা হয় কোন দেশকে? উত্তরঃ আইসল্যান্ড
৭০। ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘ সীমানা বিদ্যমান? উত্তরঃ পশ্চিমবঙ্গ
৭১। কি বোর্ডের কোন দুইটি কি’র সমন্বয়ে সেন্টার এলাইনমেন্ট করা যাবে? উত্তরঃ Ctrl. + E
৭২। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? উত্তরঃ অগ্ন্যাশয়
৭৩। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা কে? উত্তরঃ স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম
৭৪। বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরঃ রাজশাহী জেলায় ১৯১০ সালে
৭৫। “A Brief History of Seven Killings” বইটির লেখক কে? উত্তরঃ মারলন জেমস
৭৬। নাগাসাকি নগরীতে বিস্ফোরিত পারমানবিক বোমার নাম কি ছিল? উত্তরঃ ফ্যাট ম্যান
৭৭। “Long Walk To Freedom” গ্রন্থটির লেখক কে? উত্তরঃ নেলসন ম্যান্ডেলা
৭৮। কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৩৬ সালে
৭৯। বোর্ডের ওপর ”তেলরঙে” চর দখল ছবিটি কার আঁকা? উত্তরঃ এস. এম সুলতান
৮০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১. বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় - ০৭ মার্চ, ১৯৭৩ সালে(বুধবার)। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় - ৩০ ডিসেম্বর, ২০১৮।
২. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি শান্তি পুরস্কার অর্জন করেন। বঙ্গবন্ধু জুলিও কুরি পদকে ভূষিত হন - ১০ অক্টোবর, ১৯৭২ কিন্তু পদক প্রদান করা হয় - ২৩ মে, ১৯৭৩ সালে।
৩. MoDMR = The Ministry of Disaster Management and Relief।
৪. আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস পালন করা হয় - ১৩ অক্টোবর।
৫. বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে - ১৫৩টি। অধ্যায় আছে - ১১টি এবং তফসিল - ৭টি। সংবিদান গণপরিষদের উত্থাপিত হয় - ১২ অক্টোবর, ১৯৭২, গৃহীত হয় - ৪ নভেম্বর, ১৯৭২ এবং কার্যকর হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
৬. করোনার টিকা রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশে ব্যবহৃত অ্যাপটি নাম - সুরক্ষা অ্যাপ। করোনাভাইরাসের (কোভিড -১৯) টিকা গ্রহণের জন্য নিবন্ধিত হওয়ার অ্যাপ 'সুরক্ষা' (Surokkha) এর উদ্ধোধন করা হয় - ১৮ ফেব্রুয়ারি, ২০২১। টিকা প্রদানের গণকর্মসূচি শুরু হয় - ৭ ফেব্রুয়ারিতে তবে প্রথম টিকা প্রদান করা হয় ২৭ জানুয়ারি। (বিশ্বের ৫৪তম দেশ হিসেবে)
৭. বাংলাদেশে সবচেযে বেশি বৃষ্টিপাত হয় যে উপজেলায় - লালখান, জৈন্তাপুর, সিলেট। সর্বনিম্ন বৃষ্টিপাত - লালপুর, নাটোর।
৮. SDG এর পূর্ণরূপ - Sustainable Development Goals। জাতিসংঘ ২০১৫ সালে এসডিজি গ্রহণ করে। এটি ১৫ বছর মেয়াদি। এর উদ্দেশ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা। Sustainable Development Goals এর সুনিশ্চিত লক্ষ্য - ১৭টি এবং সহায়ক লক্ষ্য - ১৬৯টি।
৯. ACL এর পূর্ণরূপ - The Anterior Cruciate Ligament।
১০. ইন্টারনেট জগতে পিপীলিকা - সার্চ ইঞ্জিন। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন এটি।
১১. 'বরফ গলা নদী ' উপন্যাসের রচয়িতা - জহির রায়হান।
১২. Merchan of Venice একটি নাটক যার নাট্যকার - উইলিয়াম শেক্সপিয়ার।
১৩. রূপপুর প্রকল্প - পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এটি পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত।
১৪. অলিম্পিক ম্যারাথনে যত দূরত্ব অতিক্রম করতে হয় - ২৬ মাইল ৩৮৫ গজ।
১৫. Sandai Framework যে সংক্রান্ত - সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০' হচ্ছে একটি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল।
১. মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি গ্যাস রপ্তানি করে - কাতার
২. VAT কার্যকর হয়- ১ জুলাই ১৯৯১
৩. Biggest market capitalization company- Apple
৪. বাংলাদেশের ফেইসবুকের বিকল্প কী- যোগাযোগ। ( ওয়াটস অ্যাপ- আলাপন)
৫. মুসলিম জনসংখ্যা সংখ্যা গরিষ্ঠ দেশ - ইন্দোনেশিয়া
৬. ভারতের সাথে সীমান্ত নেই কোন জেলার - বরিশাল
৭.আফ্রিকার কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়- সেনেগাল
৮.সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ কোনটি- ভারত
৯. রাশিয়ার কোবিড- ১৯ টিকার নাম কি - স্পুটনিক
১০. পদ্মা সেতুর স্পেন কয়টি - ৪১
১১. বঙ্গব্যাক্স টিকার আবিষ্কারক কোম্পানি - গ্লোব বায়োটেক
১২.কোন বাংলাদেশি ম্যাগসেসে ২০২১ পুরস্কার পান - ফেরদৌসি কাদরি
১৩. সম্প্রতি কোপা আমেরিকা ফাইনাল কোন দেশে অনুষ্ঠিত হয়- ব্রাজিল
১৪. জাতিসংঘের ৭৬ তম সাধারন অধিবেশনে বাংলাদেশ - সহসভাপতি
১৫. মুজিবনগর দিবস কোনটি- ১৭ এপ্রিল
১৬. জি-৭ এর সদস্য নয় - সুইজারল্যান্ড
১৭. কম্পিউটারে Volatile Memory- RAM
১৮.হ্যাক্সাডেসিমালের ভিত্তি - ১৬
১৯. FBCCI এর সদস্য -৩৬৯
২০. স্বাধীন বাংলাদেশের ১ম বাজেট ঘোষণা করেন কে- তাজউদ্দীন আহমেদ
২১- গ্রীষ্মকালীন paralympics ২০২০ কোন দেশে অনুষ্ঠিত হয়- টোকিও
২২. My Life আত্মজীবনীর লেখক কে - ব্লিন ক্লিনটন
-----------------------------------------------
৬১. ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? উত্তরঃ বিচার ব্যবস্থা
৬২. ১৯৬৯ সালের কোন তারিখের জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি
৬৩. প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? উত্তরঃ মহাস্থানগড়ে [বগুড়া]
৬৪. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তরঃ ১০ নং
৬৫. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তরঃ কামরুল হাসান
৬৬. বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চলের নাম কি? উত্তরঃ মিরসরাই
৬৭. বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি? উত্তরঃ ৩টি
৬৮. বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? উত্তরঃ ১৯৭৪ সালে
৬৯. বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? উত্তরঃ পেট্রাপোল
৭০. মাত্র ১টি সংসদীয় আসন কোন জেলায়? উত্তরঃ রাঙ্গামাটি
৭১. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? উত্তরঃ প্যারিস [ফ্রান্স]
৭২. আন্তর্জাতিক নারী দিবস কবে? উত্তরঃ ৭ মার্চ
৭৩. বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? উত্তরঃ কনস্টান্টিনোপল
৭৪. ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি? উত্তরঃ বিটকয়েন
৭৫. Android (এন্ড্রয়েড) অপারেটিং সিস্টেম কী ধরণের প্লাটফর্ম উত্তরঃ ওপেন সোর্স
৭৬. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? উত্তরঃ লৌহ
৭৭. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? উত্তরঃ শুক্র
৭৮. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান কে? উত্তরঃ মুশফিক
৭৯. অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয়? উত্তরঃ ৫ টি [নীল, হলুদ, কালো, সবুজ ও লাল]
৮০. আজকে বাংলা সনের কত তারিখ? উত্তরঃ ২৬ ভাদ্র, ১৪২৮
----------------------------------------------------
১. গণচীনের প্রতিষ্ঠাতা কে?
ব্যাখ্যাঃ গণচীনের প্রতিষ্ঠাতা - মাও সে তুং।
২. মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত?
ব্যাখ্যঃ ভারত মহাসাগরে।
৩. CIA এর পূর্ণরূপ কী?
ব্যাখ্যাঃ CIA এর পূর্ণরূপ - Central Intelligence Agency। এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। গঠিত হয়- ১৯৪৭ সালে।
৪. ৬-দফা কে উত্থাপন করেন?
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারিতে লাহোরে ৬-দফা উত্থাপন করেন।
৫. অসমাপ্ত আত্মজীবনী'র লেখকের নাম কী?
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধুর প্রথম আত্মজীবনী - অসমাপ্ত আত্মজীবনী। গ্রন্থটি ২০১২ সালে জুন মাসে প্রকাশিত হয়। তাঁর অন্য দুটো গ্রন্থ হলো - কারাগারে রোজনামচা(২০১৭) ও আমার দেখা নয়াচীন (২০২০)।
৬. বাংলাদেশে সর্বশেষ কোন দল টি-২০ ম্যাচ খেলতে আসে? - নিউজিল্যান্ড।
৭. সর্বশেষ বিভাগ কোনটি?
ব্যাখ্যাঃ দেশের সর্বশেষ অর্থাৎ ৮ম বিভাগ - ময়মনসিংহ।
৮. RAM এর পূর্ণরূপ - Random Access Memory.
৯. স্ফুলিং - চলচ্চিত্রের পরিচালক কে? - তৌকির আহমেদ।
১০. বাংলাদেশের সবচেয়ে প্রচীন জনপদ - মহাস্থানগড়।
১১. Facebook এর Inventor কে? - Mark Zuckerberg.
১২. আফগান সরকারের প্রধান হচ্ছে - মোল্লা ওমর।
১৩. BRICS এর সদর দপ্তর - সাংহাই।
১৪. আধুনিক কম্পিউটারের জনক - চার্লস ব্যাবেজ।
১৫. CPU এর পূর্ণরূপ - Central Processing Unit.
১৬. শহিদ বুদ্ধিজীবী দিবস - ১৪ ডিসেম্বর।
১৭. আকবর নামা গ্রন্থের লেখক - আবুল ফজল।
১৮. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় - ভূটান।
১৯. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি - কাজী সালাউদ্দিন।
২০. নিম্মের কোনটির Memory Capacity সর্বোচ্চ? - Terabytes
৭২, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তরঃ ১১ টি
৬০. Covid-19 রােগী প্রথম কোন শহরে দেখা যায়? উত্তর: উহান
৫৯. UNDP-তে কি হয় (পুর্ণরূপ)? উত্তর: United Nations Development Programme
৫৬. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর: বরিস জনসন
৫৭. NATO stands for উত্তর: North Atlantic Treaty Organization
------------------------------------------------------------
৪১. Bangladesh will launch the second satellite of the country ‘Bangabandhu Satellite-2’ by which year? a) 2021 b) 2022 c) 2023 d) 2024 e) None
৪২. Recently, which of the following private commercial banks has been converted into Shariah-based Islami banks? a) Standard Bank b) National Bank c) NCC Bank d) Trust Bank e) None
৪৩. How many sectors in Bangladesh have been declared free from Child labor by the government? a) 4 b) 5 c) 6 d) 7 e) none
৪৪. Recently which of the following countries has elected its first-ever female ‘Prime Minister’?a) Ghana b) Ethiopia c) Serbia d) Estonia e) None
৪৫. Which country has launched the first commercial bio-fuel rocket a) UK b) China c) France d) USA e) None
৪৬. Which of the following countries has recently adopted a new constitution? a) Algeria b) Albania c) Kirgizstan d) Turkmenistan e) None
৪৭. Where is ‘Bangabandhu Sheik Mujib Square’ being constructed? a) Tetulia b) Fatullah c) Fulgazi d) Shibganj e) None
৪৮. The Bangladesh infrastructure Development Fund (BIDF). Formed with a portion of foreign exchange isserive will finance which of the following projects.
a) Karnaphuli Tunnel b) Dhaka metro rail
c) Payra Piri d) Matarbari pori e) None
৪৯. Who directed the liberation war-based documentary film ‘innocent Milion’?
a) Zahir Raihan b) Alamgir Kabir
c) babul Chowdhry d) Tareque Masud e) None
৫০. How many stars are there in Bangladesh?
a) 2 b) 3 c) 4 d) 5 e) None
৫১. Which of the following banks will issue the first-ever perpetual bond in Bangladesh to comply with Basel iii requirement?
a) The City Bank Limited b) Essendon Bank Limited
c) Prime Bank Limited d) Duch Bangla Limited e) None
৫২. Which of the following organizations is the largest global ocerprrere organization founded on the revealed secret in the developing country?
a) Vate seciprs in the developing countries?
b) international Development Agency (IDA)
c) International Finance Corporation (IFC)
d) International Deverispent Beix (IMF) e) None
৫৩. Which is the following function keys sentes and exits full screen mode in almost all browsers?
a) F1 b) F2 c) F10 d) F11 e) None
৫৪. Which of the following is a web in browsing software?
a) MS Bring b) Google chrome c) Adobe Acrobat
d) Zoom e) None
৫৫. Which international organization will award “Bangabandhu Sheikh Mujibur Rahman Internationa Prize in the field of or creative scponly” from 2021?
a) UNICEF b) UNESCO c) UNOP d) UNHCR e) None
৫৬. ________ is defined as the social amount of Greathouse Gnashing carbon dioxide and methane that are generated by an indivision segment, business of the country.
a) Global warming b) Carbon Monoxide
c) Population index d) Emissions index
e) Environment performance index
৫৭. Which of the following was not a criterion for Bangladesh’s graduation to LOC status?
a) Income Criterion b) Human Asset index c) sustainability index
d) Economic Vulnerability index e) None
৫৮. When did Bangladesh become a member of the World Trade Organization (WTO)?
a) 1993 b) 1995 c) 1999 d) None
৫৯. Who is the founder of SpaceX?
a) Jeff Bezos b) Elon Musk c) Mare Benioff d) Tim cook e) None
৬০. Who has been conferred with the Gandhi Peace Prize 2020?
a) Nelson Mandela b) Desmond Tutu
c) John Hume d) Julius Nyerere
e) Bangabandhu Sheikh Mojibur Rahman
১৬। নিচের প্রশ্নগুলাের উত্তর লিখুনঃ
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত উদযাপিত হচ্ছে? উত্তরঃ ১৭ মার্চ ২০২০ থেকে ২১ ডিসেম্বর ২০২১
(খ) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে এবং কোথায় শপথ গ্রহণ করেন?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুরের বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।
(গ) OIC এর পূর্ণরুপ কি? এর বর্তমান সদস্য সংখ্যা কত এবং সদর দপ্তর কোথায়?
উত্তরঃ OIC = Organisation of Islamic Cooperation, সদর দপ্তর = জেদ্দা (সৌদি আরব)
(ঘ) SDG.তে মোট লক্ষ্যমাত্রা কতটি? উত্তরঃ ১৭টি
(ঙ) জাতীয় যুবদিবস কত তারিখে উদযাপিত হয়? উত্তরঃ ১ নভেম্বর
(চ) ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরঃ কাতার
(ছ) হাজার হ্রদের দেশ কোনটি? উত্তরঃ ফিনল্যান্ড
(জ) বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি? উত্তরঃ রাবাব ফাতিমা
(ঝ) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৬.১৫ কি.মি
(ঞ) বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন? উত্তরঃ রাষ্ট্রপতি
---------------------------------------------------
৬১. সরকার ঘোষিত ‘ঐতিহাসিক দিবস’ কোনটি? উত্তরঃ ৭ মার্চ
৬২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তরঃ এম. এ. জি. ওসমানী
৬৩. বাংলাদেশের সরকার ব্যবস্থা কি ধরণের? উত্তরঃ সংসদীয় গণতন্ত্র
৬৪. ২০২১ সালে কোন শিক্ষা প্রতিষ্ঠানটির শতবর্ষ পালিত হয়? উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় [১৯২১ থেকে ২০২১]
৬৫. জীবন বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৭৩ সালে
৬৬. বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? উত্তরঃ ২ টি [মিয়ানমার, ভারত]
৬৭. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? উত্তরঃ ১৩ টি
৬৮. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? উত্তরঃ ১০:৬
৬৯. বাংলাদেশের সরকার প্রধান কে? উত্তরঃ প্রধানমন্ত্রী [রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি; সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী]
৭০. বাংলাদেশের প্রধানমন্ত্রী কে নিয়োগ দেন? উত্তরঃ রাষ্ট্রপতি
৭১. সম্প্রতি ভয়াবহ দাবানলের সম্মুখীন দেশ——. উত্তরঃ অস্ট্রেলিয়া
৭২. ২০২১ সালে এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্টিত হবে? উত্তরঃ শ্রীলঙ্কা [অনুষ্ঠিত হবে ২০২৩ সালে]
৭৩. করোনা ভাইরাস প্রতিরোধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়? উত্তরঃ সৌদি আরব
৭৪. আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? উত্তরঃ চীন [ চীনের ৯৩,২৬,৪১০ বর্গ কি. মি.]
৭৫. HDI ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন? উত্তরঃ UNDP
৭৬. ব্লু ইকোনমি (Bule Economy) কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? উত্তরঃ সমুদ্র অর্থনীতি
৭৭. বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হয় —————. উত্তরঃ ২৯ জুলাই
৭৮. কমনওয়েলথ এর প্রধান কে? উত্তরঃ রানী ২য় এলিজাবেথ
৭৯. বিশ্বে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? উত্তরঃ চীন
৮০. কোপেনহোগেন কোন দেশের রাজধানী? উত্তরঃ ডেনমার্ক