NSI
ফিল্ড অফিসার পদের প্রশ্ন সমাধান
Field Officer -
Previous Question Solution 2021
NSI
ফিল্ড অফিসার পদের প্রশ্ন সমাধান
Field Officer MCQ PDF - Previous Question Solution 2021
শেখ হাসিনাকে ‘মুকুট মণি’ (Crown Jewel) আখ্যায়িত করেছে জাতিসংঘের SDSN.
টানা ৩য় বার কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো (দল - লিবারেল পার্টি)
NSI Field Officer MCQ PDF [ Download ]
প্রশ্ন: দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: জাফলং, গােয়াইনঘাট, সিলেট
প্রশ্ন: ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ মুরালটি কোথায় অবস্থিত?
উত্তর: জামালখান, চট্টগ্রাম
প্রশ্ন: মুক্তিযুদ্ধের ডিজিটাল আর্কাইভের নাম কী?
উ: চিরন্তন ৭১'
প্রশ্ন: বঙ্গবন্ধু ভাস্কর্য' কোথায় নির্মিত হবে?
উত্তর: সােহরাওয়ার্দী উদ্যানে
প্রশ্ন: মুজিব দর্শন মরাল কোথায় অবস্থিত?
উত্তর: যমুনার পাড়া, সিরাজগঞ্জ
প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘স্মৃতি অম্লান ৭১' কার লেখা?
উত্ত: আবুল মাল আবদুল মুহিত
প্রশ্ন: আর্মড কোয়েস্ট ফর ইনডিপেন্ডেন্স’ ও ‘সত্য মামলা আগরতলা
নামক বই দুইটির রচয়িতা কে?
উল্ল: কর্নেল (অব.) শওকত আলী
প্রশ্ন: 'The Magic of Thinking Big' বইটির রচয়িতা কে?
উত্তর: ড. ডেভিড জে. শার্টজ
প্রশ্ন: 'The German Ideology' গ্রন্থটি কার লেখা?
উত্তর: কাল মার্ক্স
প্রশ্ন: 'COVID-19: The Great Reset' বইটি কার লেখা?
উত্ত: ক্লাউস শােয়াব (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা)
প্রশ্ন: ‘হাসিনা: আ ডটার’স টেল’ ছবিটির পরিচালক কে?
উত্তর: পিপলু খান
প্রশ্ন: বঙ্গবন্ধু, শেখ হাসিনা অ্যান্ড দ্য ইউনাইটেড নেশনস: বাংলাদেশ এট দ্য ওয়ার্ল্ড স্টেজ’ বইটি প্রকাশ করেছে কোন মন্ত্রণালয়?
উত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়
সাম্প্রতিক বিষয়:
সাম্প্রতিক বিষয়ে সাধারণ জ্ঞান | সাম্প্রতিক বিশ্ব ২০২১ | Recent GK Bangladesh 2021
১) জাতিসংঘের সদরদপ্তরের বাগানে স্থাপিত হয়েছ--
উত্তরঃ বঙ্গবন্ধুর চেয়ার
২. বঙ্গবন্ধুর চেয়ারটি উদ্বোধন করেন --
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৩.জাতিসংঘ সদর দপ্তরের বাগানে একটি'হানি লোকাস্ট' গাছের চারা রোপন করেছেন --
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৪. শেখ হাসিনা কে 'মুকুট মণি' বলে অখ্যায়িত করে--
উত্তরঃ জাতিসংঘের SDSN
৫. টানা ৩য় বার কানাডার প্রধানমন্ত্রী হলেন--
উত্তরঃ জাস্টিন ট্রুডো
৬. জাতিসংঘের 'এসডিজি অগ্রগতি পুরস্কার' অর্জন করেছেন?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৭.দেশের সর্বাধুনিক কমপ্লেক্স "বঙ্গবন্ধু কমপ্লেক্স " নির্মিত হচ্ছে --
উত্তরঃ সিলেটে
৮.বাংলাদেশের একমাত্র "Living Entity" মর্যাদাপূর্ণ নদী?
উত্তরঃ তুরাগ নদী
৯.রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের গৃহীত কূটনীতি--
উত্তরঃ Shuttle Diplomacy
১০."অকাস(AUKUS)" নামে চীন বিরোধী বিশেষ নিরাপত্তা জোট গঠন করেছে---
উত্তরঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
১১. অকাস(AUKUS) গঠিত হয়?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০২১
১২. অস্ট্রেলিয়ার সাথে বানিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি ( Trade & Investment Framework Arrangement---TIFA) করেছেন বাংলাদেশ ---
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০২১
১৩. বর্তমান দেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমান কত?
উত্তরঃ ২৪,৮৯০ টাকা
১৪. সৌরজগতের বাইরে সদ্য আবিষ্কৃত হওয়া নতুন গ্রহপুঞ্জ হল---
উত্তরঃ Hycean Exoplanet
১৫. মানিকগঞ্জের পাটুরিয়া পদ্মা নদীর পাড়ঘেঁয়ে তৈরি হবে--
উত্তরঃ শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম
১৬. কার্বন ডাই অক্সাইড সংগ্রহের বিশ্বের বৃহত্তম প্লান্ট 'ওরকা' চালু করেছে------ আইসল্যান্ড
১৭. জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ----সানাই তাকাইচি
১৮.বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছে---দিল্লিতে প্রস ক্লাব অব ইন্ডিয়ান (৬ সেপ্টেম্বর ২০২১)
১৯. এশিয়ার নোবেল খ্যাত "ম্যাগসেসে পুরস্কার" পেয়েছেন বাংলাদেশী বিজ্ঞানী--- ড. ফেরদৌসী কাদরী
২০. নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ পেয়েছে বাংলাদেশ ---- ২০ অগাস্ট ২০২১
Tags
NSI Exam