CTI প্রশ্ন করলে কীভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে - Preparation for Exam by CTI


CTI প্রশ্ন করলে কীভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে - 

Preparation for Exam by CTI


.
বাংলা: 

বিসিএসের সব প্রশ্ন( CTI-এর যারা প্রশ্ন করেন,তাদের প্রায় সবাই ঢাকা ভার্সিটির শিক্ষক, তাই প্রশ্ন সেটআপে  বিসিএস প্রশ্ন তাদের প্রথম চয়েসে থাকবে) 
.
নবম-দশম শ্রেণির বোর্ড ব্যাকরণ বই থেকে হুবহু ৬-৮  কমন পাবেন;ঢাকা ভার্সিটির শিক্ষক মানে তারা এ বইটি অনুসরণ করবেন-ই।সো...ইশারা বোঝে নেন।
.
এ বই থেকে তারা যে টপিকসসমূহ পছন্দ করবেন বলে আমি মনে করি--
পর্তুগিজ, ফারসি, বাংলা শব্দ
.
মিশ্রশব্দ যেমন,খ্রিস্টাব্দ,হেড-মৌলভী ও শাকসবজি কী নিয়ে গঠিত!
.
সমার্থক শব্দ
.
নিত্য পুরুষ ও স্ত্রীবাচক শব্দ,সরল ও যৌগিক বাক্য
.
ধ্বনি পরিবর্তন, উপমান ও উপমিত সমাস
.
যৌগিক,মৌলিক রূঢ়ি,যোগরূঢ় শব্দগুলো ভালো করে পড়তে হবে সংজ্ঞাসহ।
.
হায়াৎ মামুদের ব্যাকরণ বই থেকে এক কথায় প্রকাশ,বিপরীত শব্দ
.
পিসি দাস থেকে Proverb
.
সৌমিত্র শেখরের বই থেকে সব পত্রিকার সম্পাদকের নাম।
.
৪৩ তম বিসিএস স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পারিভাষিক ও শুদ্ধবানান
.
এ বই থেকে কাজী,রবী,জসীম,শামসুর,জীবনানন্দ
ভালো করে পড়তে হবে।
.

সাধারণ জ্ঞান: 

ব্যাংক সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্ন পড়ে যাবেন--OD, DD,RTGS,SWIFT কী?
.
ব্যাংকের সম্পদ ও দায় কী কী?
.
রিজার্ভ, ফরেন রেমিটেন্স, গ্রীন ব্যাংকিং, পরিবেশ সম্পর্কিত প্রশ্ন,WB,IMF,EU,ADB, নোবেল পুরস্কার, ম্যারাডোনা,বুকার, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা।

.
কম্পিউটার: 

Easy কম্পিউটারের সব MCQ প্রশ্ন পড়ে গেলে কমন চলে আসার কথা।
.
ম্যাথ--CTI  একেবারেই ব্যাসিক প্রশ্ন করে থাকে।না করে গেলেও ১০ টা পারা যায়।
তারপরও ১০-৪১ বিসিএসের সব প্রশ্ন সমাধান করে যাবেন এতে ৪৩ বিসিএসেও কাজে লাগবে আবার ব্যাংকেও এর উপর কয়েকটা প্রশ্ন একই প্যাটার্নে কমন চলে আসতে পারে।
.
সূচক,লগ,লাভ-ক্ষতি,নাম্বার,পার্সেন্টিজ,কাজ,পরিমাপ এ ছয় অধ্যায় থেকে ৮-১১ টা প্রশ্ন কমন পাবেন।

.
ইংরেজি:

PC Das থেকে Idiom
.
সাহিত্যের জন্য ১০-৪১ তম ইংরেজি প্রশ্ন সমাধান করলে কমন পেয়ে যাবেন।
.
PC Das অথবা Chowdhury and Hossain থেকে Preposition পড়লে কমন পাবেন।
.
Spelling যেকোনো একটা বই।
.
Rights of form verb
Subject-verb agreement
এ দুটো খুব ভালো করে পড়ে যাবেন।
.
Vocabulary পড়লে যা,না পড়লেও তা।২ নাম্বার পাবার জন্য মারা যাওয়ার কিছু দেখি না। এ সেগমেন্টে যে পরিশ্রম করতে হবে, সে পরিশ্রম দিয়ে বাংলা আর গণিত করলে অন্তত ৮-১২ নাম্বার বেশি পাবেন।এর থেকে কার্যকর কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আর কেউ বলছে! হুহ। 
.
যদি আপনার পড়ার তেল থেকে থাকে, তাহলে বিগত সবগুলো পড়ে ফেলুন।না হয় এ সেগমেন্টরে মাপ করে দেওন যায় না।আপনি এত পড়তে চান কেন? এত পড়তে মন চাইলে রিটেন ম্যাথ আর Translation কইরা আগাইয়া থাকেন;এ দুটো অংশই মূলত আপনারে জব দিবো।

Consulted By,
Ekarash Chowdhury Ekram

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form