বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ CAAB Exam Question Solution 2021 এর Procurement Officer পদে নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২১

 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ  

CAAB Exam Question Solution 2021 এর  Procurement Officer 

পদে নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২১ 


বাংলা অংশ সমাধানঃ 


১. নিচের কোনটি নির্দেশক নয়? উত্তরঃ তম  


২. ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? উত্তরঃ ধাতু  [যেমনঃ জামান মাছ ধরে, এখানে ধরে= ধর + এ, ধরে ক্রিয়াপদে ধর ধাতু এখানে ব্যবহৃত হয়েছে]   


৩. বাংলা ভাষার কারকের সংখ্যা? উত্তরঃ ছয়টি 


৪. নিচের কোনটি গোঁফ খেজুরে অর্থ নির্দেশ করে? উত্তরঃ খুব অলস 


৫. সবিতা অর্থ কি? উত্তরঃ সূর্য 


৬. দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কী বলে? উত্তরঃ শব্দজোড় [প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ]  


৭. বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তরঃ ৭ টি [ই, এ, এ্যা, আ, অ, ও ও উ] 


৮. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? উত্তরঃ গরুরগাড়ি 


৯. পাশাপাশি ধ্বনির মিলনকে কী বলা হয়?  উত্তরঃ সন্ধি [যেমনঃ বিদ্যা + আলয়, এখানে আ + আ = আ]  


১০. ক্লীবলিঙ্গ কোনটি? উত্তরঃ গাড়ী 


১১. গণপ্রজাতন্ত্রী কোন শ্রেণীর শব্দ? উত্তরঃ তৎসম [সংস্কৃত] 


১২. ‘লোকে কিনা বলে’ বাক্যে লোক শব্দের আগে কোন বিভক্তি যুক্ত হয়েছে? উত্তরঃ -এ [ সপ্তমী] 


১৩. মেঘে বৃষ্টি হয়ঃ মেঘে কোন কারক? উত্তরঃ অপাদান কারক 


১৪. বাঘের ভয়ে সকলে ভীতঃ বাঘের কোন কারক? উত্তরঃ অপাদান কারক 


১৫. অর্থ অনর্থ ঘটায়ঃ অনর্থ কোন কারক? উত্তরঃ কর্ম কারক 


১৬. নিজের চেষ্টায় বড় হওঃ চেষ্টায় কোন কারক? উত্তরঃ করণ কারক 

১৭. গগণে গরজে মেঘঃ মেঘ কোন কারক? উত্তরঃ কর্তৃ কারক


১৮. অনুচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ? উত্তরঃ অনু + ছেদ 


১৯. উল্লেখ শব্দের সন্ধি বিচ্ছেদ?  উত্তরঃ উৎ + লেখ


২০. উন্নয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ?  উত্তরঃ উৎ + নয়ন


 


ইংরেজি অংশ সমাধানঃ  


২১. Give me all —-this pen. উত্তরঃ but 


২২. Choose the indirect speech of the sentence ” He said to me ‘Thank you. উত্তরঃ He thanked me. 


২৩. Choose the correct Sentence. উত্তরঃ The man who stole my bag was tall. 


বিগত সরকারি চাকরির পরীক্ষার সমাধান ও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন এই পেইজে Go to Page



২৪. Identify the correct synonym of Magnanimous? উত্তরঃ Generous 


২৫. What is the meaning of  White Elephant?  উত্তরঃ A very costly 


২৬. Select the correct spelling? উত্তরঃ Humorous 


২৭. A bull market means that share prices are? উত্তরঃ rising 


২৮. What is the masculine form of bee? উত্তরঃ drone 


২৯. An adverb does not modify? উত্তরঃ nouns 


৩০. — among you are from class X? উত্তরঃ Who


৩১. He struck me on — head. উত্তরঃ the 


৩২. Life is not a bed of roses means? উত্তরঃ Life is a painful journey. 


৩৩. Please lean the ladder —- the wall. উত্তরঃ against


৩৪. Which one is the verb? উত্তরঃ reopen 


৩৫. Which one is the material noun?  উত্তরঃ Meat 


৩৬. Have you finished—- the book? উত্তরঃ reading 


৩৭. Which English poet is known as the poet of Nature? উত্তরঃ William Wordsworth 


৩৮. Have you ever —–to London? উত্তরঃ been  


৩৯. Which of the following is the strong verb? উত্তরঃ jog 


৪০. He works by fits and starts in the office. Here fits and starts mean?  উত্তরঃ Irregularly 


 


গণিত অংশ সমাধানঃ   


৪১. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? উত্তরঃ ভূমি × উচ্চতা


৪২. ২/৫ এর ২৫% সমান কত? উত্তরঃ ০.১  


৪৩. একটি পঞ্চভুজের সমষ্টি কত? উত্তরঃ ৬ সমকোণ 


৪৪. ১,১,২,৩,৫,৮,১৩,২১ —-ধারাটির দশম সংখ্যাটি কত? উত্তরঃ ৫৫ 


৪৫. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি, ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত? উত্তরঃ ৪৩


৪৬. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? উত্তরঃ ৩/৪ 


৪৭. ০.২ × ০.০১ × ০০৭ × ২   উত্তরঃ ০.০০০০২৮ 


৪৮. দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান ৩৫ ডিগ্রী হলে অপরটির মান কত?  উত্তরঃ ৫৫ ডিগ্রী  


৪৯. কোন ত্রিভুজের বহিঃস্থ ও অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি? উত্তরঃ ১৮০ ডিগ্রী 


৫০. একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? উত্তরঃ ২√২ 


৫১. a2 -4a +3 = 0 হলে a এর মান কত? উত্তরঃ 1 


৫২. দুটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২। একটি সংখ্যার ৪৮ হলে অপরটি কত? উত্তরঃ ৩৬ 


৫৩. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে? উত্তরঃ ৭০ 


৫৪. পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল হতে ১ কম? উত্তরঃ ১০৯৯৯৮ 


৫৫. ৯০ ও ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? উত্তরঃ ১ টি [৯৭] 


৫৬. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত? উত্তরঃ ১২৮ মিটার 


৫৭. 6×2 – 7x -5 এর একটি উৎপাদক 3x-5 হলে অপরটি কত? উত্তরঃ 2x +1 


৫৮. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুন হলে ১০ বছর পরে পুত্রের বয়স কত হবে? উত্তরঃ ৩০ বছর 


৫৯. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম দুইটি সংখ্যার গুণফল কত? উত্তরঃ ৪০ [৪০+৪১+৪২ = ১২৩] 


৬০. ১ বর্গমাইল = কত একর? উত্তরঃ ৬৪০ একর 


 


সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ    


৬১. ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? উত্তরঃ বিচার ব্যবস্থা 


৬২. ১৯৬৯ সালের কোন তারিখের জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?  উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি 


৬৩. প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? উত্তরঃ মহাস্থানগড়ে [বগুড়া]  


৬৪. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তরঃ ১০ নং 


৬৫. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তরঃ কামরুল হাসান 


৬৬. বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চলের নাম কি?  উত্তরঃ মিরসরাই


৬৭. বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি? উত্তরঃ ৩টি 


৬৮. বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? উত্তরঃ ১৯৭৪ সালে 


৬৯. বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? উত্তরঃ পেট্রাপোল 


৭০. মাত্র ১টি সংসদীয় আসন কোন জেলায়? উত্তরঃ রাঙ্গামাটি 


৭১. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? উত্তরঃ প্যারিস [ফ্রান্স]  


৭২. আন্তর্জাতিক নারী দিবস কবে? উত্তরঃ ৭ মার্চ 


৭৩. বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? উত্তরঃ কনস্টান্টিনোপল


৭৪. ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি?  উত্তরঃ বিটকয়েন


৭৫. Android (এন্ড্রয়েড) অপারেটিং সিস্টেম কী ধরণের প্লাটফর্ম উত্তরঃ ওপেন সোর্স 


৭৬. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? উত্তরঃ লৌহ 


৭৭. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? উত্তরঃ শুক্র


৭৮. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান কে? উত্তরঃ মুশফিক 


৭৯. অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয়? উত্তরঃ ৫ টি [নীল, হলুদ, কালো, সবুজ ও লাল] 


৮০. আজকে বাংলা সনের কত তারিখ? উত্তরঃ ২৬ ভাদ্র, ১৪২৮ 


A Gateway to English Literature for BCS, Bank, Varsity Admission Test

বিসিএস, ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করে নিন A Gateway to English Literature বইটির pdf ফাইল




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form