অর্থনৈতিক সমীক্ষা ২০২১ সাধারণ জ্ঞান অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২০২১

 

অর্থনৈতিক সমীক্ষা ২০২১ সাধারণ জ্ঞান অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২০২১


০১। মোট জনসংখ্যা ১৬৮.২ মিলিয়ন  (জুলাই,২০২০)

০২। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%

০৩। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকি.মি) ১১৪০ জন

০৪। নারীপুরুষের অনুপাত ১০০:১০০.২

০৫। স্থুল জন্মহার (১০০০ জনে) ১৮.১ জন

০৬। স্থুল মৃত্যুহার (১০০০ জনে)  ৫.১ জন

০৭। প্রতিহাজারে শিশু মৃত্যুর হার (১ বছরের নীচে জীবিত জনে) ২১জন

০৮। গড় আয়ুষ্কাল  ৭২.৮  বছর (পুরুষ ৭১.১,মহিলা ৭৪.৫)

০৯।  ১৭২৪ জন মানুষে ১ জন চিকিৎসক। 

১০।সাক্ষরতার হার (৭+ বয়স) ৭৫.২% (পুরুষ ৭৭.৭ মহিলা ৭৩ শতাংশ)

১১। দারিদ্রের হার ২০.৫%,চরম দারিদ্র্যের হার ১০.৫%

১২। জিডিপি ‘র প্রবৃদ্ধির হার ৫.৪৭%

১৩। মাথাপিছু আয় ২২২৭ মার্কিন ডলার,পার ক্যাপিটাল জিডিপি ২০৯৭ ডলার।

১৪। মোট ব্যাংক ৬১ টি

১৫। রাষ্ট্রীয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি

১৬। বিশেষায়িত ব্যাংক ৩ টি

১৭। বেসরকারি ব্যাংক ৪৩ টি

১৮। বৈদেশিক ব্যাংক ৯ টি,নন ফিনানসিয়াল ৩৪

১৯। মুদ্রাস্ফীতি ৫.৫৬%

২০। বাংলাদেশি পণ্য রপ্তানি তে শীর্ষ দেশ  যুক্তরাষ্ট্র

২১। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে

২২। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় সৌদি আরব থেকে

২৩। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থা্ন ৮ম

২৪।জীবিকাতে নিয়োজিত (কৃষি খাতে ৪০.৬%,ইন্ডাস্ট্রি ২০.৪%,সেবা খাতে ৩৯%)

২৫।সুপেয় পানি পান ৯৮.৩%

২৬।পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নতি ৮১.৫%

২৭।বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬.৪ বিলিয়ন

২৮।রপ্তানি আয় ৩৭.৮৮ বিলিয়ন 

২৯।আমদানি ব্যয় ৬০.৬৮ বিলিয়ন। 

৩০।রেমিট্যান্স ২৪.৭৭ বিলিয়ন ডলার।


অর্থনৈতিক সমীক্ষা ২০২১ সাধারণ জ্ঞান অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২০২১

যেভাবে সাম্প্রতিক থেকে MCQ হতে পারে। গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিন। ইনশা-আল্লাহ কমন পড়বে।

০১| বর্তমানে প্রতি ১ হাজারে স্থূল জন্মহার কত?

ক. ২১.১ জন

খ. ১৯.১ জন

গ. ১৮.১ জন★★

ঘ. ৫.১ জন

০২| বর্তমানে প্রতি ১ হাজারে স্থূল মৃত্যুহার কত?

ক. ২১.১ জন

খ. ১৯.১ জন

গ. ১৮.১ জন

ঘ. ৫.১ জন★★

০৩| বর্তমানে দেশে সুপেয় পানি গ্রহণ করে এমন জনসংখ্যা?

ক. ৯৫%

খ. ৮১.৫%

গ. ৯৮%

ঘ. ৯৮.৩%★★

০৪| বর্তমানে দেশে স্বাস্থ সম্মত পায়খানা ব্যবহার করে এমন জনসংখ্যা?

ক. ৯৫%

খ. ৮১.৫%★★

গ. ৯৮%

ঘ. ৯৮.৩%

০৫| অর্থনীতি সমীক্ষা-২০২১ অনুযায়ী 

বর্তমানে দেশের জনসংখ্যা কত?

ক. ১৬ কোটি ৬৬ লাখ

খ. ১৬ কোটি ৯১ লাখ

গ. ১৬ কোটি ৬২ লাখ

ঘ. ১৬ কোটি ৮২ লাখ★★

০৬| বর্তমানে দেশে জনসংখ্যার বৃদ্ধির হার কত শতাংশ?

ক. ১.৩৭%★★

খ. ১.১১%

গ. ১.৩২%

ঘ. ১.৪৭%

০৭| বর্তমানে পুরুষ ও মহিলার অনুপাত কত?

ক. ১০০ঃ ১০০.২

খ. ১০০.২ঃ ১০০★★

গ. ১০০ঃ ১০০.৩

ঘ. ১০০.৩ঃ ১০০

০৮| বর্তমানে দেশে প্রতিবর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?

ক. ১১১৫ জন

খ. ১১২৫ জন

গ. ১১৩৫ জন

ঘ. ১১৪০ জন★★

০৯| প্রতি ১ হাজারে শিশু মৃত্যুর হার কত? 

ক. ২৫ জন

খ. ২১ জন★★

গ. ২০ জন

ঘ. ১৯ জন

১০| বর্তমানে দেশে কত শতাংশ নারী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে? 

ক. ৬০%

খ. ৬২.৫%

গ. ৬৩%

ঘ. ৬৩.৯%★★

(নোট রমজান)

১১| বর্তমানে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কত?

ক. ৭২.৬ বছর

খ. ৭২.৮ বছর★★

গ. ৭২.৯ বছর

ঘ. ৭৫.২ বছর

১২| বর্তমানে দেশে সাক্ষরতার হার কত?

ক. ৭২.৬%

খ. ৭২.৮%

গ. ৭২.৯%

ঘ. ৭৫.২%★★

১৩| বর্তমানে ডাক্তার ও জনসংখ্যার অনুপাত?

ক. ১ঃ১৭২৪ জন★★

খ. ১৭২৪ঃ১

গ. ১ঃ১৭৫০

ঘ. ১ঃ১৭২৫

১৪| বর্তমানে দেশে মোট শ্রমশক্তি কত কোটি?

ক. ৬.৩৫ কোটি★★

খ. ৫.৩৫ কোটি

গ. ৬.৭৫ কোটি

ঘ. প্রায় ৭ কোটি

১৫| বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত শতাংশ? 

ক. ২১%

খ. ১০.৫%

গ. ২০%

ঘ. ২০.৫%★★

১৬| বর্তমানে দেশে অতি বা চরম দারিদ্র্যের হার কত শতাংশ? 

ক. ২১%

খ. ১০.৫%★★

গ. ২০%

ঘ. ২০.৫%

১৭| বর্তমানে দেশে মোট সড়ক কত কিলোমিটার? 

ক. ২৩,৪১৯ কি.মি.

খ. ২২,৪১৯ কি.মি.★★

গ. ৩,৯৪৪ কি.মি

ঘ. ৪,৮৮৪ কি.মি.

১৮| বর্তমানে বৈদেশিক মুদ্রার মজুদ আছে?

ক. ৪৫.৩৯১ বিলি.

খ. ৪৬.০০৬ বিলি.

গ. ৪৬.৪০০ বিলি.

ঘ. ৪৬.৩৯১ বিলি.★★

১৯| বর্তমানে মাথাপিছু GDP কত মা.ড.?

ক. ২০৯৭ মা.ড.★★

খ. ২০৬৪ মা.ড.

গ. ২২২৭ মা.ড.

ঘ. ২৪৬৪ মা.ড.

২০| বর্তমানে মাথাপিছু GDP কত মা.ড.?

ক. ২০৯৭ মা.ড.

খ. ২০৬৪ মা.ড.

গ. ২২২৭ মা.ড.★★

ঘ. ২৪৬৪ মা.ড.




বিগত সরকারি চাকরির পরীক্ষার সমাধান ও
চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন এই পেইজে
 Go to Page



Extra General Knowledge


A Gateway to English Literature for BCS, Bank, Varsity Admission Test

বিসিএস, ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করে নিন A Gateway to English Literature বইটির pdf ফাইল



১. দেশের ২৮-তম গ্যাসক্ষেত্র- জকিগঞ্জ, সিলেট।
* দেশের প্রথম গ্যাসক্ষেত্র -  হরিপুর গ্যাসক্ষেত্র, সিলেটে অবস্থিত
* এবং সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র -  তিতাস গ্যাস ক্ষেত্র
* বর্তমানে বাংলাদেশে 31টি গ্যাস ক্ষেত্র রয়েছে

2. বর্তমানে GDP প্রবৃদ্ধির হার - 5.47 %

৩. মালয়েশিয়ার 9ম প্রধানমন্ত্রী- ইসমাইল ইয়াকুব।

৪. বিশ্বের দ্রুততম মানব- মার্সেল জ্যাকবস( ইটালি) ।

৫. মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য "নির্ভীক"-নোয়াখালীতে  অবস্থিত ।

৭. সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট কে নিজ বাসভবনে গুলি করে হত্যা করা হয়-হাইতি

৮. বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক -মোহাম্মদ নুরুল হুদা। সভাপতি -  রফিকুল ইসলাম

৯. বর্তমান সাক্ষরতার হার- ৭৫.২%

১০. প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়- নিউজিল্যান্ড।

১১. বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ -তুরস্ক।

১২. করোনা মোকাবেলায় সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ- ২৮টি।

১৩. ২০২১ শীর্ষ ব্যয়বহুল শহর -আশখাবাদ, তুর্কমেনিস্তান।

১৪. দেশের তৃতীয় সাফারি পার্ক -লাঠিটিলা, মৌলভীবাজার।

১৫. বর্তমান মাথাপিছু জাতীয় আয় -২২২৭ মার্কিন ডলার।

১৬. অলিম্পিক লরেল পুরস্কার জিতেছেন -ডঃ মুহাম্মদ ইউনুস।

১৭. বিশ্বের দ্রুততম ও শক্তিশালী কম্পিউটার- জুচংঝি।

১৮. টোকিও অলিম্পিকে বাংলাদেশের কতজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে -৬ জন।

১৯. ৩২ তম টোকিও অলিম্পিক এর মাসকট এর নাম -মিরাতোয়া।

২০. সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে -সংযুক্ত আরব আমিরাতে।

২১. বর্তমান মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গণা- ৪৩৮ জন।

২২. ৩১ তম ন্যাটো সম্মেলন হয় -বেলজিয়ামের ব্রাসেলস।

২৩. জি-7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -যুক্তরাজ্য।

২৪.২০২১ বসবাসযোগ্য শীর্ষ শহর  - অকল্যান্ড, নিউজিল্যান্ড।

২৫. টেকসই উন্নয়ন ২০২১ এ বাংলাদেশের অবস্থান- ১০৯ তম।







10 Minute School বিসিএস প্রিলি কোর্স

Take your best preparation for the upcoming BCS preliminary exam in a short period with our exclusive tutorials, model tests, previous years BCS questions, and more!

কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন?


দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়ার একটি সঠিক গাইডলাইন।
বিসিএস পরীক্ষার সিলেবাসের প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা।
বিসিএস পরীক্ষার পুরো সিলেবাসের রিভিশন এবং সঠিক মূল্যায়নের সুযোগ।

কোর্স সম্পর্কে:
বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোর মধ্যে একটি। প্রতি বছর গড়ে প্রায় ৫ লক্ষ প্রার্থী বিসিএস পরীক্ষা দেয়, যার ফলে সাধারণ কোনো প্রার্থীর জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার হওয়ার পথটা হয়ে পড়ে অনেক কঠিন।

বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য সঠিক নির্দেশনা এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। যদি ৪৩তম এবং ৪৪তম বিসিএস আপনার লক্ষ্য হয়ে থাকে, তাহলে এই কোর্সটি আপনার জন্যই!

এই অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেয়ার সময় বেশিরভাগ বিসিএস পরীক্ষার্থীরা কোচিং সেন্টারের ভিড়ে হারিয়ে যায়। সঠিক মেন্টরশিপ এবং নির্দেশনার অভাবে অনেক পরীক্ষার্থী পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন না। তাই বিসিএস পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিতে সাহায্য করার জন্য টেন মিনিট স্কুল আপনার জন্য নিয়ে এসেছে অভিজ্ঞ মেন্টরদের দ্বারা ডিজাইন করা ‘BCS Preli’ কোর্স!

সবচেয়ে কম সময়ে আপনার সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার জন্য এই কোর্সে পুরো বিসিএস প্রিলিমিনারি সিলেবাস কভার করা হয়েছে যেখানে রয়েছে ১৪৭ ভিডিও লেকচার, ১৪৭০ কুইজ, ৩২টি বিসিএস প্রশ্নব্যাংক, অধ্যায় ভিত্তিক ডাইজেস্ট বই ।

যদি আপনি আপনার ৪৩তম এবং ৪৪তম বিসিএস -এ বিসিএস ক্যাডার হবার স্বপ্নকে পূরণ করতে চান, তাহলে এখনই Enroll করুন কোর্সটিতে!

কোর্সটি কাদের জন্য?

যারা ৪৩ এবং ৪৪ তম বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন।
যারা বিসিএস পরীক্ষার জন্য সঠিক গাইডলাইন খুঁজছে।
যারা বিসিএস পরীক্ষার পুরো সিলেবাস রিভিশন- এর মাধ্যমে ভালো প্রস্তুতি নিতে চায়।

এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী?

কোর্সের সবকিছু এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি ঘরে বসেই অল্প সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে পারেন।

দেশ সেরা বিসিএস ইন্সট্রাক্টর, যারা এখন পাবলিক সার্ভিসে বিসিএস ক্যাডার হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা আপনাকে পুরো কোর্সে গাইড করবেন।

১৪৭ ভিডিও, ১৪৭০ কুইজ, ১১টি অধ্যায় ভিত্তিক ডাইজেস্ট বই এবং ৩২টি প্রশ্ন ব্যাংক, আপনার ৪৩ এবং ৪৪তম বিসিএস প্রস্তুতির জন্য একটি সম্পূর্ণ প্যাকেজ পাচ্ছেন খুবই কম খরচে।


প্রিভিউ কন্টেন্ট

  1. বাংলা ভাষা ও সাহিত্য
  2. English Language and Literature
  3. বাংলাদেশ বিষয়াবলি
  4. আন্তর্জাতিক বিষয়াবলি
  5. ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
  6. সাধারণ বিজ্ঞান
  7. গাণিতিক যুক্তি
  8. মানসিক দক্ষতা
  9. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
  10. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
কোর্সটি করছেন
1,829
  • সময় লাগবে : 144 ঘন্টা
  • ১৪৭ ভিডিও লেকচার
  • ১৫টি ফ্রী ভিডিও
  • ১০ বিষয়
  • ৩২ প্রশ্ন ব্যাংক
  • ১১ ডাইজেস্ট বই
  • ১৪৭ নোট
  • ১৪৭০ কুইজ
  • ১০ মডেল টেস্ট

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form