অর্থনৈতিক সমীক্ষা ২০২১ সাধারণ জ্ঞান অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২০২১
০১। মোট জনসংখ্যা ১৬৮.২ মিলিয়ন (জুলাই,২০২০)
০২। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%
০৩। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকি.মি) ১১৪০ জন
০৪। নারীপুরুষের অনুপাত ১০০:১০০.২
০৫। স্থুল জন্মহার (১০০০ জনে) ১৮.১ জন
০৬। স্থুল মৃত্যুহার (১০০০ জনে) ৫.১ জন
০৭। প্রতিহাজারে শিশু মৃত্যুর হার (১ বছরের নীচে জীবিত জনে) ২১জন
০৮। গড় আয়ুষ্কাল ৭২.৮ বছর (পুরুষ ৭১.১,মহিলা ৭৪.৫)
০৯। ১৭২৪ জন মানুষে ১ জন চিকিৎসক।
১০।সাক্ষরতার হার (৭+ বয়স) ৭৫.২% (পুরুষ ৭৭.৭ মহিলা ৭৩ শতাংশ)
১১। দারিদ্রের হার ২০.৫%,চরম দারিদ্র্যের হার ১০.৫%
১২। জিডিপি ‘র প্রবৃদ্ধির হার ৫.৪৭%
১৩। মাথাপিছু আয় ২২২৭ মার্কিন ডলার,পার ক্যাপিটাল জিডিপি ২০৯৭ ডলার।
১৪। মোট ব্যাংক ৬১ টি
১৫। রাষ্ট্রীয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি
১৬। বিশেষায়িত ব্যাংক ৩ টি
১৭। বেসরকারি ব্যাংক ৪৩ টি
১৮। বৈদেশিক ব্যাংক ৯ টি,নন ফিনানসিয়াল ৩৪
১৯। মুদ্রাস্ফীতি ৫.৫৬%
২০। বাংলাদেশি পণ্য রপ্তানি তে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র
২১। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে
২২। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় সৌদি আরব থেকে
২৩। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থা্ন ৮ম
২৪।জীবিকাতে নিয়োজিত (কৃষি খাতে ৪০.৬%,ইন্ডাস্ট্রি ২০.৪%,সেবা খাতে ৩৯%)
২৫।সুপেয় পানি পান ৯৮.৩%
২৬।পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নতি ৮১.৫%
২৭।বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬.৪ বিলিয়ন
২৮।রপ্তানি আয় ৩৭.৮৮ বিলিয়ন
২৯।আমদানি ব্যয় ৬০.৬৮ বিলিয়ন।
৩০।রেমিট্যান্স ২৪.৭৭ বিলিয়ন ডলার।
যেভাবে সাম্প্রতিক থেকে MCQ হতে পারে। গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিন। ইনশা-আল্লাহ কমন পড়বে।
০১| বর্তমানে প্রতি ১ হাজারে স্থূল জন্মহার কত?
ক. ২১.১ জন
খ. ১৯.১ জন
গ. ১৮.১ জন★★
ঘ. ৫.১ জন
০২| বর্তমানে প্রতি ১ হাজারে স্থূল মৃত্যুহার কত?
ক. ২১.১ জন
খ. ১৯.১ জন
গ. ১৮.১ জন
ঘ. ৫.১ জন★★
০৩| বর্তমানে দেশে সুপেয় পানি গ্রহণ করে এমন জনসংখ্যা?
ক. ৯৫%
খ. ৮১.৫%
গ. ৯৮%
ঘ. ৯৮.৩%★★
০৪| বর্তমানে দেশে স্বাস্থ সম্মত পায়খানা ব্যবহার করে এমন জনসংখ্যা?
ক. ৯৫%
খ. ৮১.৫%★★
গ. ৯৮%
ঘ. ৯৮.৩%
০৫| অর্থনীতি সমীক্ষা-২০২১ অনুযায়ী
বর্তমানে দেশের জনসংখ্যা কত?
ক. ১৬ কোটি ৬৬ লাখ
খ. ১৬ কোটি ৯১ লাখ
গ. ১৬ কোটি ৬২ লাখ
ঘ. ১৬ কোটি ৮২ লাখ★★
০৬| বর্তমানে দেশে জনসংখ্যার বৃদ্ধির হার কত শতাংশ?
ক. ১.৩৭%★★
খ. ১.১১%
গ. ১.৩২%
ঘ. ১.৪৭%
০৭| বর্তমানে পুরুষ ও মহিলার অনুপাত কত?
ক. ১০০ঃ ১০০.২
খ. ১০০.২ঃ ১০০★★
গ. ১০০ঃ ১০০.৩
ঘ. ১০০.৩ঃ ১০০
০৮| বর্তমানে দেশে প্রতিবর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
ক. ১১১৫ জন
খ. ১১২৫ জন
গ. ১১৩৫ জন
ঘ. ১১৪০ জন★★
০৯| প্রতি ১ হাজারে শিশু মৃত্যুর হার কত?
ক. ২৫ জন
খ. ২১ জন★★
গ. ২০ জন
ঘ. ১৯ জন
১০| বর্তমানে দেশে কত শতাংশ নারী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে?
ক. ৬০%
খ. ৬২.৫%
গ. ৬৩%
ঘ. ৬৩.৯%★★
(নোট রমজান)
১১| বর্তমানে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কত?
ক. ৭২.৬ বছর
খ. ৭২.৮ বছর★★
গ. ৭২.৯ বছর
ঘ. ৭৫.২ বছর
১২| বর্তমানে দেশে সাক্ষরতার হার কত?
ক. ৭২.৬%
খ. ৭২.৮%
গ. ৭২.৯%
ঘ. ৭৫.২%★★
১৩| বর্তমানে ডাক্তার ও জনসংখ্যার অনুপাত?
ক. ১ঃ১৭২৪ জন★★
খ. ১৭২৪ঃ১
গ. ১ঃ১৭৫০
ঘ. ১ঃ১৭২৫
১৪| বর্তমানে দেশে মোট শ্রমশক্তি কত কোটি?
ক. ৬.৩৫ কোটি★★
খ. ৫.৩৫ কোটি
গ. ৬.৭৫ কোটি
ঘ. প্রায় ৭ কোটি
১৫| বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত শতাংশ?
ক. ২১%
খ. ১০.৫%
গ. ২০%
ঘ. ২০.৫%★★
১৬| বর্তমানে দেশে অতি বা চরম দারিদ্র্যের হার কত শতাংশ?
ক. ২১%
খ. ১০.৫%★★
গ. ২০%
ঘ. ২০.৫%
১৭| বর্তমানে দেশে মোট সড়ক কত কিলোমিটার?
ক. ২৩,৪১৯ কি.মি.
খ. ২২,৪১৯ কি.মি.★★
গ. ৩,৯৪৪ কি.মি
ঘ. ৪,৮৮৪ কি.মি.
১৮| বর্তমানে বৈদেশিক মুদ্রার মজুদ আছে?
ক. ৪৫.৩৯১ বিলি.
খ. ৪৬.০০৬ বিলি.
গ. ৪৬.৪০০ বিলি.
ঘ. ৪৬.৩৯১ বিলি.★★
১৯| বর্তমানে মাথাপিছু GDP কত মা.ড.?
ক. ২০৯৭ মা.ড.★★
খ. ২০৬৪ মা.ড.
গ. ২২২৭ মা.ড.
ঘ. ২৪৬৪ মা.ড.
২০| বর্তমানে মাথাপিছু GDP কত মা.ড.?
ক. ২০৯৭ মা.ড.
খ. ২০৬৪ মা.ড.
গ. ২২২৭ মা.ড.★★
ঘ. ২৪৬৪ মা.ড.
বিগত সরকারি চাকরির পরীক্ষার সমাধান ও
চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন এই পেইজে Go to Page
Extra General Knowledge
A Gateway to English Literature for BCS, Bank, Varsity Admission Test
বিসিএস, ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করে নিন A Gateway to English Literature বইটির pdf ফাইল
10 Minute School বিসিএস প্রিলি কোর্স
- বাংলা ভাষা ও সাহিত্য
- English Language and Literature
- বাংলাদেশ বিষয়াবলি
- আন্তর্জাতিক বিষয়াবলি
- ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
- সাধারণ বিজ্ঞান
- গাণিতিক যুক্তি
- মানসিক দক্ষতা
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
- নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
- সময় লাগবে : 144 ঘন্টা
- ১৪৭ ভিডিও লেকচার
- ১৫টি ফ্রী ভিডিও
- ১০ বিষয়
- ৩২ প্রশ্ন ব্যাংক
- ১১ ডাইজেস্ট বই
- ১৪৭ নোট
- ১৪৭০ কুইজ
- ১০ মডেল টেস্ট