BCS & Other Govt Job বাংলা সাহিত্য কৃত্তিবাস ওঝা, শাহ মুহম্মদ সগীর, চন্দ্রাবত - (বিখ্যাত কবি,সাহিত্যিকদের) পরিচিতি ও সাহিত্যকর্ম

 

BCS & Other Govt Job 

বাংলা সাহিত্য কৃত্তিবাস ওঝা, শাহ মুহম্মদ সগীর, চন্দ্রাবত - (বিখ্যাত কবি,সাহিত্যিকদের) পরিচিতি ও সাহিত্যকর্ম



কৃত্তিবাস ওঝা (১৩৮১-১৪৬১ | 


কৃত্তিবাস ওঝা জন্মগ্রহণ করেন - আনুমানিক ১৩৮১ সালে রাজশাহী জেলার প্রেমতলীতে / নদীয়া জেলার ফুলিয়া গ্রামে। 

* কৃত্তিবাসের পদবী - মুখােপাধ্যায়। পিতামহ প্রদত্ত নাম কৃত্তিবাস। 

* "কৃত্তিবাস 'কৃত্তিবাস কবি', বঙ্গের অলংকার ।" কৃত্তিবাস সম্পর্কে উক্তিটি করেছেন - মাইকেল মধুসূদন দত্ত। 

* কৃত্তিবাস ওঝা মারা যান - আনুমানিক ১৪৬১ সালে। 

* গৌড়েশ্বরের আদেশে কৃত্তিবাস ওঝা প্রথম ‘রামায়ণ' সহজবােধ্য বাংলা ভাষায় অনুবাদ করেন। এটি পয়ার ছন্দে। রচিত। তাঁর রচিত রামায়ণের অন্য নাম ‘শ্রীরাম পাঁচালী'। এটি। 'কৃত্তিবাসী রামায়ণ’ নামেও পরিচিত। 

* বাংলা রামায়নের আদি কবি - কৃত্তিবাস ওঝা। 

* কৃত্তিবাস যে শতকের কবি - পনের। 

* বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেন - কৃত্তিবাস ওঝা। 

* কৃত্তিবাস ওঝার অনুদিত রাম কাহিনীর নাম - শ্রীরাম পাঁচালী। 

* কৃত্তিবাসী রামায়ণের প্রথম পাঁচ খন্ড যার প্রচেষ্টায় মুদ্রিত হয় – উয়িলিয়াম কেরি। 

* কৃত্তিবাসী রামায়ণের প্রথম পাঁচ খন্ড মুদ্রিত হয় - ১৮০২ সালে।



শাহ মুহম্মদ সগীর


* শাহ মুহম্মদ সগীর জন্মগ্রহণ করেন - আনুমানিক ১৪ শতকের শেষ থেকে ১৫ শতকের শুরুতে। 

* বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি - শাহ | মুহম্মদ সগীর। | 

* রােমান্টিক প্রণয়ােপাখ্যান ধারার প্রথম বাঙালি মুসলিম কবি - শাহ মুহম্মদ সগীর।

* শাহ মুহম্মদ সগীর ‘ইউসুফ জোলেখা’ রচনা | করেন - গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের | রাজত্বকালে। 

* শাহ মুহম্মদ সগীর ফারসি (পারস্য) কবি আবদুর রহমান জামী রচিত কাব্য ‘ইউসুফ ওয়া জুলায়খা’ থেকে বাংলায় অনুবাদ করেন- ইউসুফ জোলেখা”। 

* রােমান্টিক প্রণয়ােপাখ্যান ধারার প্রথম কবি - শাহ মুহম্মদ সগীর। 

* বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি - শাহ মুহাম্মদ সগীর। 

* প্রাচীনতম বাঙালি কবি - শাহ মুহাম্মদ সগীর। 

* মুসলমান কবি রচিত প্রাচীন বাংলা কাব্য-ইউসুফ জুলেখা। 

* শাহ মুহাম্মদ সগীর রচিত গ্রন্থ -ইউসুফ জুলেখা।

* ইউসুফ জুলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেনশাহ মুহম্মদ সগীর।



চন্দ্রাবতী


* চন্দ্রাবতী ১৫৫০ সালে ময়মনসিংহের কিশােরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়নের পাতােয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন। 

* তাঁর পিতা মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস। 

* চন্দ্রাবতীকে মহিলা রামায়ণকার বলা হয় । 

* তিনি আনুমানিক ১৬০০ সালে কিশােরগঞ্জে মারা যান । 

* তাঁর রচিত কাব্যসমূহ হলাে : 'রামায়ণ' (অনূদিত), 'মলুয়া', ‘দস্যু কেনারামের পালা'। তার রচনাসমূহ ২১টি ভাষায় অনূদিত হয়েছে। 

* রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী। ড. দীনেশ চন্দ্র সেন ১৯৩২ সালে চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। 

* বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি – চন্দ্রাবতী। 

* মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম - দ্বিজ বংশীদাস। 

* কবি চন্দ্রাবতী যে অঞ্চলের মানুষ ছিলেন - কিশােরগঞ্জ। 

* রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম - চন্দ্রাবতী। 

*মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী যে গ্রন্থটি রচনা করেন - রামায়ণ।


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form