চাকুরির সাধারণ জ্ঞান 2021 | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
প্রশ্ন: প্রথম বাংলাদেশী হিসেবে WHO-এর পরামর্শক হিসেবে নিয়ােগ লাভ করেন-
উত্তর: অণুজীববিজ্ঞানী ডা. সেঁজুতি সাহা।
প্রশ্ন: দক্ষিণ সুদানে একটি সড়কের নাম রাখা হয়েছে-
উত্তর: 'বাংলাদেশ রােড"
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় শিক্ষাবিষয়ক দাতব্য সংস্থা ‘দেয়ারওয়ার্ল্ড-
এর গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর মনােনীত হন-
উত্তর: বাংলাদেশের সরোজ মেহেদী
প্রশ্ন: দুই বছরের জন্য বিশ্বব্যাংক গ্রুপের We-Fi-এর ‘লিডারশীপ চ্যাম্পিয়ন' মনােনীত হন-
উত্তর: বাংলাদেশের সেলিমা আহমাদ
প্রশ্ন: CVF'র দূত বা থিমেটিক অ্যাম্বাসেডর নিযুক্ত হন-
উত্তর: সায়মা ওয়াজেদ হােসেন পুতুল।
প্রশ্ন: ব্রিটিশ সাময়িকী Prospects-এর বিশ্বসেরা ৫০ জনের তালিকায় স্থান করে নেন।
উত্তর: বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম।
প্রশ্ন: ২০২০ সালে প্রথমবারের মতাে গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (CMG) সভাপতি-
উত্তর: বাংলাদেশ (পররাষ্ট্রমন্ত্রী ড. একে এম আব্দুল মােমেন)
প্রশ্ন: CVF'র বর্তমান সভাপতি-
উত্তর: বাংলাদেশ (২০২০-২২ মেয়াদে)
প্রশ্ন: Vulnerable Twenty (V20) গ্রুপের মিনিস্টারস অব ফিন্যান্স-এর সভাপতি-
উত্তর: বাংলাদেশ (২০২০-২২ মেয়াদে)
প্রশ্ন: বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং ২৬ মার্চের স্বাধীনতার ঘােষণাকে স্বীকৃতি দিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে একটি প্রস্তাব পাস হয়-
উত্তর: ১৬ মার্চ ২০২১
প্রশ্ন: জাতিসংঘের ৭৬তম অধিবেশনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে-
উত্তর: বাংলাদেশ (২০২১-২২ মেয়াদে); সভাপতি: মালদ্বীপ
# প্রশ্ন: 'Water Aid' কোন দেশভিত্তিক সংস্থা?
উত্তর: ব্রিটেন
# 02. প্রশ্ন: 'গ্রাউন্ড ট্রুথ সলিউশন' কোন দেশভিত্তিক এনজিও?
উত্তর: অস্ট্রিয়া
# 03. প্রশ্ন: Transparency International এর সদর দপ্তর কোথায়?
উত্তর: বার্লিন, জার্মানি
# 04. প্রশ্ন : আর্থিক প্রতিষ্ঠান ‘রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড’-এর নতুন নাম কী?
উত্তর : আভিভা ফাইন্যান্স লিমিটেড।
# 05. প্রশ্ন : মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত?
উত্তর : পঞ্চম।
# 06. প্রশ্ন : ব্যবহারকারীর দিক থেকে বাংলা
ভাষার অবস্থান কত?
উত্তর : সপ্তম।
# দেশে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয় ২৩ মে, ২০২১ সালে।
# প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট রিটার্ন জমা দেয় ফেসবুক, ২ কোটি ৪৪ লাখ টাকা।
# এ পর্যন্ত ৪টি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের জন্য নিবন্ধন নিয়েছে; গুগল, আমাজন, ফেসবুক ও মাইক্রোসফট।
# সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৪৭ শতাংশ। [সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে]
প্রশ্ন : বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কী?
উত্তর : বারি কফি-১।
প্রশ্ন : ২০২১ সালে কোন দেশে বঙ্গবন্ধুর
নামে সড়কের নামকরণ করা হয়েছে?
উত্তর : ফিলিস্তিনে।
প্রশ্ন : ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ।
প্রশ্ন : দেশে সামুদ্রিক মাছের প্রজাতি কতটি?
উত্তর : ৭৪০টি।
প্রশ্ন : শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল, ২০২১' জাতীয় সংসদে পাশ হয় কবে?
উত্তর : ১ ফেব্রুয়ারি ২০২১।
প্রশ্ন : বিদেশ থেকে কোন ফল সর্বাধিক আমদানি করা হয়?
উত্তর : আপেল। এর পরের অবস্থান মাল্টার
প্রশ্ন : বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র কতটি?
উত্তর : ১৪টি।
'অকাস' (AUKUS) নামক চীন-বিরোধী বিশেষ নিরাপত্তা জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া (১৫ সেপ্টেম্বর)।
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের গৃহীত কূটনীতি "Shuttle Diplomacy"
# 'চাঙ্কিলাে’ সৌর মানমন্দির কোন দেশে অবস্থিত?
=> পেরু। [সম্প্রতি বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে এই মান মন্দিরটি।]
# ‘সাম্রাজ্যের সমাধি' বলা হয় কোন দেশকে?
=>আফগানিস্তানকে
# বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়?
=> সিরিয়া [বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ: তুরস্ক]
# অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে?
=> জন ম্যাকাফি
# হাইতির নতুন প্রধানমন্ত্রী কে?
=> অ্যারিয়েল হেনরি
# যুক্তরাষ্ট্রে আগামী কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হবে কত সালে?
=> ২০২২ সালে
# পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট কে?
=> পেদ্রো কাস্তিলিও
# অলিম্পিকের লােগােতে কতটি রং-এর রিং থাকে?
=> ৫টি (নীল, হলুদ, কালাে, সবুজ ও লাল)
# আধুনিক ভাষাতত্ত্বের জনক কে?
=> নােয়াম চমস্কি (যুক্তরাষ্ট্র)
প্রশ্ন: দেশের প্রথম নৌকা জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: বরগুনা।
প্রশ্ন: ‘আভুরা সড়ক’ কোথায় অবস্থিত?
উত্তর: কিশােরগঞ্জে
প্রশ্ন: ‘অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
উত্তর: পিরােজপুরে কচা নদীর ওপর, বেকুটিয়া পয়েন্ট (সেতুর কাজ শেষ হবে: ২০২২ সালের জুনে)
প্রশ্ন: ‘গেরিলা' চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তর: নাসির উদ্দীন ইউসুফ
প্রশ্ন: মুজিবনগর থেকে কলকাতা পথকে কী নামকরণ করা হয়েছে?
উত্তর: ‘স্বাধীনতা সড়ক। দূরত্ব প্রায় ১ কিলােমিটার
প্রশ্ন: ‘আলােকবর্তিকা’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর: সরকারি বেগম রােকেয়া কলেজ, রংপুর
প্রশ্ন: বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য ‘মুক্তির ডাক’ কোথায় অবস্থিত?
উত্তর: নরসিংদীতে
প্রশ্ন: ‘একাত্তরের ক্ষুদিরাম চলচ্চিত্রটির নির্মাতা কে?
উত্তর: নির্মাতা: মান্নান হীরা
প্রশ্ন: বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: বিজয় সরণি, ঢাকা