Chehre - চেহেরে Movie Review and IMDb Rating Imran Hashmi and Amitabh Bachchan

 

Chehre - চেহেরে Movie Review and IMDb Rating Imran Hashmi and Amitabh Bachchan


Film: Chehre(2021)

Genre: Mystery, Thriller



মুক্তি পেলো(২৭ আগস্ট)  ইমরান হাশমি এবং অমিতাভ বচ্চনের বহু প্রতিক্ষিত মিস্ট্রি থ্রিলার সিনেমা চেহেরে। তো কেমন হলো সেটা নিয়ে কথা হবে।

কাহিনি মৌলিক নয়। এটা ১৯৫৬ সালের জার্মান একটা উপন্যাস "A Dangerous Game"  অবলম্বনে

Chehre - চেহেরে Movie Review and IMDb Rating Imran Hashmi and Amitabh Bachchan
Chehre - চেহেরে Movie Review and IMDb Rating
Imran Hashmi and Amitabh Bachchan

রচিত। যেটার অনেকগুলো  এডাপটেশন  আগেই তৈরী হয়েছে। ভারতীয় বাংলাতেও অনুসন্ধান নামে আরো একটি এডাপটেশন হবে যেটার ট্রেইলার ও বেরিয়েছিলো।  গল্প হচ্ছে একটা বাংলোতে প্রধানত ৪ জন অবসরপ্রাপ্ত  বয়স্ক  বন্ধু তার ভেতরে একজন বিচারক, দুইজন উকিল এবং একজন জল্লাদ থাকেন। তাছাড়া একজন মেয়ে এবং পাহাড়াদার ও থাকেন। সেই পথ দিয়ে যাওয়ার সময় একদিন এক অচেনা ব্যক্তি আটকা পড়ে এবং দূর্গম এলাকা হওয়ায় সেই বাংলোতে আশ্র‍য় নিতে হয়। তারপর  সেই অচেনা ব্যক্তিটির সাথে তারা অনুসন্ধামূলক একটি খেলার আয়োজন করেন৷  কেনো এই খেলা!? এবং কি সত্য বেরিয়ে আসবে তাতে?!জানতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে মুভিটি।

মুভিটির প্রথম পজিটিভ দিক এর গল্প। যে উপন্যাস থেকে অনুপ্রাণিত তার গল্প এতো সুন্দর যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে স্ক্রিনের সামনে বসিয়ে রাখবে। সেজন্য গল্পের সাথে চিত্রনাট্য ও পরিচালনা অবশ্যই ভালো হওয়া লাগে। রুমি জাফরি সেদিক থেকে একেবারে ব্যর্থ নন তবে আরো ভালো হতে পারতো। সংলাপ খুবই ভালো লিখেছেন তিনি। তাছাড়া থ্রিলিং একটা পরিবেশ বেশ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

অভিনয়ের কথা আলাদাভাবে কিছু বলার নেই। যেহেতু সব বাঘাবাঘা অভিনেতা একসাথে। তাদের মধ্যে ইমরান হাশমি খুব ভালোভাবে নিজেকে উপস্থাপন করেছে। বরাবরের মতো দারুন একটা  "Grey Shade" এর  চরিত্র।  এই বয়সেও যে অমিতাভ বচ্চনের এতো এনার্জি সেটা ভাবাই যায়না।

সবমিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকদিন পর বলিউডে বেশ ভালো মানের একটা মিস্ট্রি থ্রিলার সিনেমা দেখলাম। যারা ইমরান হাশমির সিনেমা মানেই ভালো কিছু গান আর কুরুচিপূর্ণ দৃশ্যের কথা ভাবেন  তাদের কাছে হতাশাজনক লাগতে পারে।

Personal Ratings: 7/10


Released (August 27) in the face of Imran Hashmi and Amitabh Bachchan's much-anticipated mystery thriller movie. So we will talk about how it happened.

The story is not original. It is based on the 1958 German novel A Dangerous Game. Many adaptations of which have already been made. There will also be another adaptation called Search in Indian Bengali, the trailer of which was also released.


The story is that in a bungalow, there are 4 retired old friends, a judge, two lawyers, and an executioner. Besides, there is a girl and a guard. One day, while crossing the road, a stranger got stuck and had to take shelter in the bungalow as it was a remote area. Then they play an exploratory game with that stranger Why this game !? And what will come out of the truth ?! If you want to know, you must watch the movie.


The story of the first positive aspect of the movie. The story inspired by the novel is so beautiful that it will put you in front of the screen from beginning to end. That's why the screenplay and direction must be good with the story. Rumi Jafri did not fail at all but could have been better. He wrote the dialogue very well. Moreover, an environment of thrilling has been presented quite nicely.


There is nothing different about acting. Since all the Baghabagha actors together. Among them, Imran Hashmi has presented himself very well. Great "Gray Shade" character as always. Even at this age, it is unthinkable that Amitabh Bachchan has so much energy.


All in all, I like it very much. After a long time, I saw a very good quality mystery thriller movie in Bollywood. For those who think that Imran Hashmi's movie means some good songs and ugly scenes, it may seem frustrating.

Personal Ratings: 7/10


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form